Advertisement
১৯ মে ২০২৪
মৃত্যু বালুরঘাটে উদ্বেগ মালদহেও

ফের জ্বরের কামড়

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মৃত্যু হয় চকভৃগু এলাকার বাসিন্দা সুমিতা সরকারের (৫৫)।

মালদহ মেডিক্যালে পরিদর্শনে জেলাশাসক। — নিজস্ব চিত্র

মালদহ মেডিক্যালে পরিদর্শনে জেলাশাসক। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট ও মালদহ শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০২:০৭
Share: Save:

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মৃত্যু হয় চকভৃগু এলাকার বাসিন্দা সুমিতা সরকারের (৫৫)। রবিবার রাতে বালুরঘাটের খানপুর এলাকার বাসিন্দা বিনোদ বর্মন (৬৫) এবং করিমগুটিন এলাকার বাসিন্দা জিতেন মাহাতো (২৬) হাসপাতালে মারা যান। ওই তিনজনই প্রবল জ্বর নিয়ে কয়েকদিন আগে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশ্য মৃতদের কেউই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যাননি বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।

রবিবার সকালে হিলির তিওড় এলাকার বাসিন্দা সুচিত্রা দাস জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর দেহে ডেঙ্গির প্রাথমিক লক্ষ্মণ ছিল বলে জানা গিয়েছে। গত এক মাসে অজানা জ্বর এবং ডেঙ্গি মিলিয়ে মোট ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটলেও রোগ প্রতিরোধ ও সচেতনতা নিয়ে পুরসভা এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের কোনও হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে।

উদ্বেগজনক পরিস্থিতি মালদহেও। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাধারণ বিভাগেই অন্যান্য রোগীদের সঙ্গে ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে বলে অভিযোগ। এমনকী অভিযোগ, মশারিও দেওয়া হচ্ছে না আক্রান্ত রোগীদের। সোমবার বিকেলে রোগী কল্যাণ সমিতির বৈঠকে ডেঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রশাসনিক কর্তারা। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গি আক্রান্ত রোগীদের মশারির তলায় রাখার নির্দেশ দেন মালদহের জেলা শাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শরদ কুমার দ্বিবেদী। তিনি বলেন, ‘‘এ দিন সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে ডেঙ্গি আক্রান্ত রোগীদের মশারির তলার রাখার জন্য। পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সব রকম চেষ্টা চালাচ্ছি।’’

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী দায়িত্ব নেওয়ার পর এ দিনই প্রথম বৈঠক করেন। বৈঠকে জেলা শাসক ছাড়াও হাজির ছিলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রতীক কুন্ডু, সহ অধ্যক্ষ অমিত কুমার দাম, জেলার মু্খ্য স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক প্রশাসনিক কর্তারা। এ দিন বিকেলে বৈঠকের আগে সকালে মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন জেলা শাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে সর্বত্র ঘুরে দেখেন তিনি। জানা গিয়েছে, মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার পদ্বতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলা শাসক। এর পরেই এ দিনের বৈঠকে ডেঙ্গি প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ পর্যন্ত জেলাতে ৫৭৫ জন রোগীর রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। যা বিগত বছরের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এখনও মেডিক্যাল কলেজে ভর্তি ২৪ জন রোগীর রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। এছাড়া সাধারণ জ্বর নিয়ে ৭০ জনেরও বেশি রোগী ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জ্বরে আক্রান্ত রোগীদের ভিড় উপচে পড়ছে মেল ও ফিমেল ওয়ার্ডে। ডেঙ্গি ও সাধারণ জ্বরে আক্রান্ত রোগীদের একসঙ্গে রেখেই চিকিৎসা চলছে বলে অভিযোগ। এমন কী, মশারিরও ব্যবস্থা করা হয়নি। জ্বরে আক্রান্ত রোগীদের হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা চলছে বলে অভিযোগ। শুধু তাই নয়, জেলাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লেও এখনও খোলা হয়নি ফিভার ক্লিনিক।

গোটা ঘটনায় মেডিক্যাল কলেজ ও কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। তিনি বলেন, ‘‘জ্বরে আক্রান্ত রোগীদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। রক্ত পরীক্ষা করার পর দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। কোনও ফিভার ক্লিনিক খোলা হয়নি। রোগীদের ন্যূনতম চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ জেলা স্বাস্থ্য দফতর।’’ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীর আত্নীয় পরিজনেরাও। কালিয়াচকের বাসিন্দা রোগীর এক আত্মীয় বলেন, ‘‘ঠাণ্ডার মধ্যে রোগীদের মেঝেতে ফেলে রাখা হচ্ছে। এর ফলে রোগীদের সমস্যা আরও বাড়ছে।’’ যদিও হাসপাতালের ফাঁকা ঘরগুলিকে কাজে লাগানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তথা সহ অধ্যক্ষ অমিত কুমার দাম। তিনি বলেন, ‘‘হাসপাতাল ভবনের পুরোনো বহির্বিভাগ পরিদর্শন করে দেখা হবে। রোগী থাকার উপযুক্ত হলে সেখানে ফিভার ক্লিনিক খোলা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Balurghat District Hospital Balurghat Dengue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE