Advertisement
০৫ মে ২০২৪

বিনা হেলমেটে প্রচার, বিধি ভেঙে প্যাঁচে বিজেপির রাজ্য সভাপতি

নির্বাচনী প্রচারে এসে দলের তারকা নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিনা হেলমেটে বাইক মিছিল করার অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। বিজেপির শতাধিক কর্মী হেলমেট না পরে ওই বাইক মিছিলে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ।

সওয়ার: মাথা খালি রেখেই বাইকে প্রচারে নামলেন বিজেপির নেতা ও নেত্রী। নিজস্ব চিত্র।

সওয়ার: মাথা খালি রেখেই বাইকে প্রচারে নামলেন বিজেপির নেতা ও নেত্রী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১৩:০০
Share: Save:

নির্বাচনী প্রচারে এসে দলের তারকা নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিনা হেলমেটে বাইক মিছিল করার অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। বিজেপির শতাধিক কর্মী হেলমেট না পরে ওই বাইক মিছিলে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ।

বুধবার সকালে রায়গঞ্জের ২১, ২৩ ও ২৬ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে রায়গঞ্জের দেবীনগর বাজার এলাকায় একটি পথসভায় যোগ দেন দিলীপ। অভিযোগ, ওই পথসভা শেষ হওয়ার পরেই তিনি এক দলীয় কর্মীর বাইক নিয়ে বিনা হেলমেটে উকিলপাড়া এলাকায় আরেকটি পথসভা করতে রওনা হয়ে যান। তাঁর পিছনে বিনা হেলমেটে বাইক নিয়ে রওনা হন শতাধিক বিজেপি কর্মী। উকিলপাড়ার ওই পথসভাতেই তাঁর সঙ্গে বিজেপি নেত্রীর দেখা হয়ে যায়। এরপরে বিনা হেলমেটেই তাঁকে বাইকের পিছনের আসনে বসিয়ে শহরের মোহনবাটি, সুপারমার্কেট, উকিলপাড়া, মহাত্মাগাঁধী রোড, নেতাজি সুভাষরোড সহ শহরের বিভিন্ন এলাকায় বাইক মিছিল করেন দিলীপ।

বাইক মিছিল শেষ হতেই তৃণমূলের তরফে রায়গঞ্জের মহকুমাশাসক, পুরসভার নির্বাচনী আধিকারিক থেন্ডুপ নামগিয়েল শেরপার কাছে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানানো হয়। মহকুমাশাসক জানান, বিজেপির নেতা কর্মীরা বিনা হেলমেটে বাইক চালিয়ে ট্রাফিক আইন ও নির্বাচন ঘোষণা হওয়ার পর বাইক মিছিল করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। পুলিশ সেই মিছিলের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের বক্তব্য, ‘‘বিজেপির রাজ্য সভাপতি বিনা হেলমেটে বাইক মিছিলে নেতৃত্ব দিয়ে দলের নেতা-কর্মীদের দাদাগিরি ও বেআইনি কার্যকলাপে উস্কানি দিয়ে গেলেন। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।’’

দিলীপবাবুর অবশ্য দাবি, ‘‘বাইক মিছিল আগাম কোনও পরিকল্পনা করে করা হয়নি। শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে সাধারণ মানুষের ভয় দূর করে তাঁদের একজোট করতেই বাইক মিছিল করেছি।’’ কংগ্রেসে রসাধারণ সম্পাদক পবিত্র চন্দের অবশ্য বক্তব্য, ‘‘তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বাসিন্দাদের সাহস জোগাতে দিলীপবাবু বাইক নিয়ে পথে নেমেছিলেন। হেলমেট পড়লে তো তাঁকে কেউ চিনতেই পারতেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

without Helmet Dilip Ghosh Indian politician
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE