Advertisement
১৭ মে ২০২৪

দিদি নজর রাখছেন, নেতাদের সতর্কবার্তা দোলার

কোনওভাবেই যাতে কুপন ছাপিয়ে চাঁদা তোলা না হয় সে ব্যাপারে সংগঠনের সদস্যদের সতর্ক করলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি দোলা সেন।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০২:৪১
Share: Save:

কোনওভাবেই যাতে কুপন ছাপিয়ে চাঁদা তোলা না হয় সে ব্যাপারে সংগঠনের সদস্যদের সতর্ক করলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি দোলা সেন।

বৃহস্পতিবার বিকালে রায়গঞ্জের বিধানমঞ্চে আইএনটিটিইউসির জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। সংগঠনের নিয়মকানুন সম্পর্কে সচেতন করতে গিয়ে ওই সতর্কবার্তা শোনান দোলা। তিনি বলেন, ‘‘সংগঠনের তরফে কখনই কুপন ছাপিয়ে চাঁদা তোলা যাবে না। সেইসঙ্গে, শিল্প ও শ্রমিক বাঁচাও নীতি নিয়ে ধর্মঘটও ডাকা যাবে না। শিল্পের ক্ষেত্রে কোনও সমস্যা হলে শ্রমিক, মালিক ও সরকারকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করে সমাধান করতে হবে।’’

এদিনের সম্মেলনে জেলার ন’টি ব্লক থেকে আইএনটিটিইউসির কয়েক হাজার সদস্য যোগ দেন। দোলা ছাড়াও সম্মেলনে হাজির ছিলেন রাজ্যের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য, জেলা পরিষদের তৃণমূলের সহকারী সভাপতি পূর্ণেন্দু দে প্রমূখ। সম্মেলনে হাজির শাসকদলের সমস্ত নেতাদের সতর্ক করে দোলা বলেন, ‘‘মনে রাখবেন দিদি দল ও দলের সমস্ত গণ সংগঠনের নেতাদের উপর নজর রেখে চলেছেন। সাধারণ কর্মীদের বলছি আপনারাও নেতাদের উপর নজর রাখুন। তাতেই দলের স্বচ্ছতা বজায় থাকবে।’’

আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকারের দাবি, জেলায় সংগঠনের তরফে কোনও কর্মসূচি পালন করার জন্য কখনওই চাঁদা তোলা হয় না। সংগঠনের নেতা ও সদস্যরা স্বেচ্ছায় চাঁদা দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dola sen Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE