Advertisement
১৯ মার্চ ২০২৪

বিস্ফোরক উদ্ধার

তাড়া করে এ বার ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। বাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জেলার ইংরেজ বাজার থানা এলাকার নাদিরখানায় হানা দেওয়া হয়।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০১:৫২
Share: Save:

তাড়া করে এ বার ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। বাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জেলার ইংরেজ বাজার থানা এলাকার নাদিরখানায় হানা দেওয়া হয়। হাতে ব্যাগ নিয়ে এক সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। কিন্তু, তাঁকে তাড়া করলে তিনি পালিয়ে যান। তবে, ওই এলাকা থেকে একটি ব্যাগটি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। সেখানে ২.৭ কিলোগ্রাম বিস্ফোরক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ওই বিস্ফোরক ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও বাহিনী সূত্রে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Explosive police English Bazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE