Advertisement
০৫ মে ২০২৪

ধূপগুড়িতে জমি পাহারা দেওয়া শুরু চাষিদের

চার লেনের রাস্তার জন্য জমি অধিগ্রহণের চেষ্টার প্রতিবাদে আন্দোলনে নামলেন ধুপগুড়ির ভেন্টিয়ার কৃষকরা ৷ এদিন এলাকায় মিছিল করেন তাঁরা৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৫
Share: Save:

চার লেনের রাস্তার জন্য জমি অধিগ্রহণের চেষ্টার প্রতিবাদে আন্দোলনে নামলেন ধুপগুড়ির ভেন্টিয়ার কৃষকরা ৷ এদিন এলাকায় মিছিল করেন তাঁরা৷ আগামীদিনে কেউ যাতে তাদের জমি সার্ভে করতে না আসে সেজন্য নিজেদের জমিতেই নিজেরাই নজরদারির কাজও শুরু করেছেন তাঁরা ৷

চার লেনের রাস্তার জন্য জমি মাপতে গিয়ে বুধবার ভেন্টিয়ার কৃষকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ অভিযোগ, এক আধিকারিক নিগৃহীতও হন৷

স্থানীয় বাসিন্দাদের কথায়, সেই ২০০৮ সাল থেকেই তারা চার লেনের রাস্তার জন্য তাদের জমি নেওয়ার কথা শুনছেন৷ কিন্তু তাদের জমি যাতে হাতছাড়া না হয় সেজন্য সেই সময় এলাকার কৃষকরা ‘কৃষি জমি ও বাস্তু ভিটা কমিটি’ নামে একটি সংগঠন তৈরি করেন৷ বর্তমানে যার সম্পাদক ভেন্টিয়া এলাকার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য আবু তাহের৷ কৃষকদের কথায়, বাম জমানায় ২০০৯ সালে একবার তাদের জমি নেওয়ার চেষ্টা হয়েছিল৷ কিন্তু তখন তা তাঁরা আটকে দেন৷ কিন্তু তারপর গত কয়েকবছর এলাকা শান্তই ছিল ৷ কিন্তু বুধবার সেই জমি মাপা নিয়েই ফের গোলমালের সূত্রপাত ৷

এদিন সকালেই এলাকায় একটি মিছিল করেন তারা৷ আবু তাহের বলেন, ‘‘বুধবার যে ঘটনা ঘটেছে তাতে কৃষকরা আতঙ্কিত৷ তাই এদিন থেকে দিনের বেলায় প্রতিদিনই নিজেদের জমিতে নিজেরা নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’

স্থানীয় কৃষক লাবু বিশ্বাসের অভিযোগ, জাতীয় সড়কের পাশ দিয়ে চার লেনটি গেলে এলাকার প্রভাবশালী অনেকেরই জমি চলে যাবে৷ সেজন্য ঘুরপথে রাস্তা তৈরি করে আমাদের চাষের জমি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে৷ এটা কোন অবস্থাতেই মানা হবে না।’’

আবু তাহের বলেন, ‘‘চার লেনের রাস্তার প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার হলেও, জমি অধিগ্রহণের দায়িত্ব জেলা প্রশাসনের ৷ কিন্তু সিঙ্গুরে একটি ঐতিহাসিক দিনে বুধবার যেভাবে জমি মাপার তোড়জোড় হল তাতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে৷’’ জলপাইগুড়ির জেলাশাসক মুক্তা আর্য অবশ্য জানিয়েছেন, ‘‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই আমরা কাজ করছি৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farmers Land occupancy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE