Advertisement
০২ মে ২০২৪

সাগরদিঘিতে শুরু মাছ ধরা

ফের কোচবিহারের সাগরদিঘিতে মাছ ধরা শুরু হল। রবিবার থেকে ছিপ ফেলে মাছ ধরা শুরু হয়। সে জন্য বাঁশ দিয়ে দিঘির ধারে ছোট ছোট বসার জায়গা করে দেওয়া হয়। প্রথম দিন মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে ভিড় ছিল ভালই। বছর খানেক আগেও ঘটা করে মাছ ধরা শুরু করা হয়েছিল।

ফের মাছ ধরতে উৎসাহীদের ভিড় সাগরদিঘিতে। —নিজস্ব চিত্র।

ফের মাছ ধরতে উৎসাহীদের ভিড় সাগরদিঘিতে। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০২:০৮
Share: Save:

ফের কোচবিহারের সাগরদিঘিতে মাছ ধরা শুরু হল। রবিবার থেকে ছিপ ফেলে মাছ ধরা শুরু হয়। সে জন্য বাঁশ দিয়ে দিঘির ধারে ছোট ছোট বসার জায়গা করে দেওয়া হয়। প্রথম দিন মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে ভিড় ছিল ভালই। বছর খানেক আগেও ঘটা করে মাছ ধরা শুরু করা হয়েছিল। কয়েক দিনের মধ্যে বড়শিতে মাছ ধরা পড়ছে না বলে একাধিক অভিযোগ উঠতে থাকে। পরে মৎস্য দফতর নোটিস দিয়ে মাছ ধরা বন্ধ করে দেয়। পুকুরের জল শোধন করার কাজ শুরু করেন তাঁরা। মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থা লিজ নিয়ে সাগরদিঘির সৌন্দর্যায়ন করছে। তাঁরাই মাছ ধরার জন্য টিকিট দিচ্ছেন। এ বার বেশ কিছু শর্ত দিয়েছে মৎস্য দফতর। দু’দিন মাছ ধরার পরে জল চুন দিয়ে পরিষ্কার করতে হবে। প্রতি সপ্তাহে জলের রিপোর্ট জমা দিতে হবে মৎস্য দফতরে। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাছ ধরার অনুমতি মিলবে। মদ খেয়ে কেউ মাছ ধরতে পারবেন না। কখনই মাছ ধরার সময় অশ্লীল ভাষায় কথা যাবে না। মৎস্য দফতরের কোচবিহার জেলা আধিকারিক অলোক প্রহরাজ বলেন, “জল শোধনের রিপোর্ট হাতে পাওয়ার পর মাছ ধরার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও কিছু শর্ত দেওয়া হয়েছে। তা মেনে চলতে হবে সবাইকে। না হলে ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sagardighi Fishing cooch behar Alok Graharaj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE