Advertisement
১৯ মে ২০২৪

এসএমএসে সাবধান!

ফোনে নয়, এ বারে এসএমএসের মাধ্যমে দুই দিনাজপুর ও মালদহে সক্রিয় হয়ে উঠেছে এটিএম জালিয়াতি চক্র।পুলিশের দাবি, গত এক সপ্তাহে উত্তর, দক্ষিণ ও মালদহ জেলার অন্তত এক হাজারেরও বেশি বাসিন্দার মোবাইলে বিভিন্ন ব্যাঙ্কের নাম করে নানা কারণ দেখিয়ে ফোন করে ঙয় দেখানো হচ্ছে।

চক্র: সেই এসএমএস।

চক্র: সেই এসএমএস।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০২:১৫
Share: Save:

ফোনে নয়, এ বারে এসএমএসের মাধ্যমে দুই দিনাজপুর ও মালদহে সক্রিয় হয়ে উঠেছে এটিএম জালিয়াতি চক্র।

পুলিশের দাবি, গত এক সপ্তাহে উত্তর, দক্ষিণ ও মালদহ জেলার অন্তত এক হাজারেরও বেশি বাসিন্দার মোবাইলে বিভিন্ন ব্যাঙ্কের নাম করে নানা কারণ দেখিয়ে ফোন করে ঙয় দেখানো হচ্ছে। কখনও বলা হচ্ছে, তাঁদের এটিএম কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। কখনও বলা হচ্ছে কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সেই সঙ্গে, এটিএম কার্ডটি আনব্লক বা নবীকরণ করার জন্য ওই এসএমএসেই বিভিন্ন নম্বরে ফোন করার পরামর্শও দেওয়া হচ্ছে।

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌরের দাবি, কোনও বাসিন্দা ওই নম্বরে ফোন করলেই এটিএম জালিয়াতি চক্রের দুষ্কৃতীরা কৌশলে তাঁর এটিএম কার্ডের নম্বর ও পিন নম্বর জেনে অনলাইনের মাধ্যমে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা তুলে নিতে পারে। তাই বাসিন্দাদের এই ধরনের এসএমএসে প্রভাবিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: ওষুধ পেতে মোবাইল বন্ধক

পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীরা ইন্টারনেটের সাহায্যে বিহার, ঝাড়খণ্ড ও দিল্লি থেকে বাসিন্দাদের কাছে ওই এসএমএসগুলি পাঠাচ্ছে। এখনও পর্যন্ত ওই এসএমএসের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কোনও বাসিন্দার টাকা খোওয়া যাওয়ার কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ওই পদ্ধতিতে দুষ্কৃতীরা গত এক সপ্তাহে মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কয়েকজন বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE