Advertisement
০২ মে ২০২৪

চালু হল ইন্ডোর, ভর্তি রোগীও

আউটডোর চালু হয়েছিল আগেই। এ বার চালু হল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্ডোর বিভাগ৷ শনিবারই সেখানে একজন রোগীকে ভর্তি নেওয়া হয়৷ আজ, রবিবার ওই হাসপাতালে জরুরি বিভাগ চালু করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন৷

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। ছবি: সংগৃহীত।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০২:৩৩
Share: Save:

আউটডোর চালু হয়েছিল আগেই। এ বার চালু হল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্ডোর বিভাগ৷ শনিবারই সেখানে একজন রোগীকে ভর্তি নেওয়া হয়৷ আজ, রবিবার ওই হাসপাতালে জরুরি বিভাগ চালু করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন৷

২০১৬ সালের জুন মাসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময়ই সেখানে আউটডোরে দাঁতে ও চর্ম বিভাগ চালু করা হয়৷ চলতি মাসেই দিন কয়েক আগে জলপাইগুড়িতে আসেন মুখ্যমন্ত্রী৷ তাঁর আসার ঠিক আগে তড়িঘড়ি আউটডোরের আরও ছ’টি বিভাগ চালু করা হয়৷ কথা ছিল সেই সময়ই ইন্ডোরেও একটি বিভাগ চালু হবে৷ কিন্তু চিকিৎসকের সমস্যার জন্য তা চালু করা যায়নি৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আসার আগে ইন্ডোর চালু করা না গেলেও ওই ব্যাপারে প্রায় সব প্রস্তুতিই হয়ে গিয়েছিল৷ শনিবারই জলপাইগুড়ি পুলিশ লাইন এলাকার বাসিন্দা মহেন্দ্র কান্তি নামে এক ব্যক্তি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তাঁকে তখনই ইন্ডোর বিভাগে ভর্তি করে নেওয়া হয়৷

হাসপাতাল সুপার গয়ারাম নস্কর বলেন, ‘‘আপাতত দু’টি বিভাগে কিছু কিছু রোগীকে ওই হাসপাতালে ভর্তি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার গোটা রাতই হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি একজন চিকিৎসকও থাকবেন৷ সুপার জানিয়েছেন, রবিবার হাসপাতালে জরুরি বিভাগও চালু করে দেওয়া হবে৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সুপার স্পেশালিটি হাসপাতালে আগামী সপ্তাহেই পাঁচ জন চিকিৎসকও যোগ দেবেন৷

এ দিকে, সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয়দের কাজ দেওয়ার দাবিতে শনিবার সেখানে হাসপাতাল কর্তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার কিছু মানুষ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE