Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পায়ে পায়ে কালীপুজো

দুর্গাপুজোর মতো কালীপুজো দেখতেও বেরিয়ে পড়েন অনেকে। তাঁদের হাতের কাছে রইল আনন্দবাজারের তৈরি কালীপুজোর গাইড। আজ শেষ পর্ব।বড়তারা: কোচবিহার মদনমোহন মন্দির চত্বরে শতবর্ষ প্রাচীন পুজো। দেবীর পরনে বাঘছালের আদলে তৈরি পোশাক।

ডাঙ্গাপাড়ার স্থায়ী পিতলের মূর্তি।

ডাঙ্গাপাড়ার স্থায়ী পিতলের মূর্তি।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০২:০৫
Share: Save:

কোচবিহার

বড়তারা: কোচবিহার মদনমোহন মন্দির চত্বরে শতবর্ষ প্রাচীন পুজো। দেবীর পরনে বাঘছালের আদলে তৈরি পোশাক। পুজোর রাতে সোনার গয়নায় প্রতিমা মুড়ে দেওয়া হয়। নিয়মনিষ্ঠার পুজো। দীপনারায়ণ ব্যায়ামাগার: এ বার ৫১ তম বর্ষ। মণ্ডপে হোগলাপাতার কাজ। পামতলা ইউনিট: উত্তর ভারতের মন্দিরের আদলে মণ্ডপ। নেতাজি সঙ্ঘ: ৬৫ তম বর্ষ। চন্দননগরের আলোকসজ্জা। আমতলা ইউনিট: মণ্ডপসজ্জায় পাহাড়ের পরিবেশ। ডিএনপি স্পোর্টিং ক্লাব: নতুন তৈরি স্থায়ী মন্দিরে মূল পুজো। খাগরাবাড়ি স্পোর্টিং ক্লাব: থিমের পুজোয় গ্রাম্য দৃশ্যায়ন। ভাইফোঁটার সন্ধ্যায় আতসবাজির প্রদর্শনী। দিনহাটা নাম নেই সঙ্ঘ: সওয়া ১৯ হাত উচ্চতার প্রতিমা। পুজো উপলক্ষে ১৫ দিন ব্যাপী মেলা বসবে। দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়: এ বার ৫৬ তম বর্ষ। নবদ্বীপের শিল্পীদের তৈরি কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ। ২ নভেম্বর নজরকাড়া দেহসৌষ্ঠব প্রদর্শনী। তুফানগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম: দক্ষিণেশ্বরের মূর্তির আদলে প্রতিমা। রকমারি মাছের ঝোল দিয়ে দেবীর ভোগ। নতুন বাজার তরুণ সঙ্ঘ: সওয়া ১২ হাত উচ্চতার প্রতিমা।

ফালাকাটা

তরুণ দল: ফুলের বীজ, খোসা, কাঁচের চুড়ি, ভাঙা কাঁচের মণ্ডপ। সুভাষপল্লি ইউনিট: পুঁতি, বোতাম দিয়ে ৭০ ফুট উঁচু মণ্ডপ। হাটখোলা ইউনিট: ২৬ তম বর্ষে নজরকাড়া সাজ। উদয় সঙ্ঘ: হোগলা পাতার তৈরী মণ্ডপ। বাচ্চাদের জন্য কার্টুন। ভেনাস ক্লাব: কোচবিহারের মদনমোহন মন্দির আদলে মণ্ডপ।

ধূপগুড়ি

এসটিএস ক্লাব: কলকাতার বিখ্যাত বিড়লা মন্দির। পিতলের রংয়ে প্রতিমা। বৈরাতিগুড়ি সর্বজনীন: শৈবতীর্থ জল্পেশ মন্দির ও রাজবংশী জীবন চিত্র। শান্তি সঙ্ঘ: কাল্পনিক মণ্ডপে বাহারি আলোকসজ্জা। এভারগ্রিন ক্লাব: থিম মায়া নৌকায় রং বদল, নেতাজিপাড়া কালচারাল ক্লাব: বাঁশ, পাটি, ঝিনুকের মণ্ডপ

জলপাইগুড়ি

মুনলাইট ক্লাব: থিম অমরনাথের গুহা৷ যুবমঞ্চ: মহাকালের মহাকালী৷ আদরপাড়া ত্রিনয়নী ক্লাব: সমুদ্র মন্থনে অমৃত ভাণ্ড৷ দেশবন্ধুনগর উত্তরপল্লি ক্লাব: থিম তাজমহল৷ তৃণসাথী: থিম ভারতীয় সংস্কৃতি ও নৃত্য শৈলী৷ দাদাভাই ক্লাব: এ বারের থিম তাজ হোটেল৷ স্বস্তিকা ক্লাব: মণ্ডপ তৈরি করছেন মেদিনীপুরের শিল্পীরা, আলোকসজ্জা নবদ্বীপের। এবারের থিম গাছকৌটা। ইউরেকা ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাজেশন: এবারের থিম সার্জিক্যাল স্ট্রাইক৷ যুবকল্যাণ সমিতি: থিম ছড়ার দেশ৷ সঙ্ঘশ্রী ক্লাব: ৬৭তম বর্ষে থিম শিশুমন৷

ময়নাগুড়ি

জাগরণী সঙ্ঘ: থিম শূন্যে তুলির টান৷ ইষ্টার্ন ইয়ং অ্যাসোসিয়েশন: হোগলা পাতার কাল্পনিক মন্দির৷ এখানে কালীর কুড়িটি হাত৷ হেলাপাকরি ক্লাব: থিম উরির জঙ্গি হানা৷ আরআরএ ক্লাব: থিম দক্ষিণেশ্বরের কালী মন্দির৷ মাতৃ সঙ্ঘ: থিম জলের প্রাণীদের জীব বৈচিত্র্য৷ সাগরদ্বীপ ক্লাব: থিম মহেঞ্জদারো ও হরপ্পার ধ্বংসাবশেষ৷

মালবাজার

গোল্ডেন অ্যারো মালবাজার: চন্দননগরের আলোকসজ্জা ও মানানসই মণ্ডপ। মালবাজার সৎকার সমিতি: থিম মুক্তোর খোঁজে ঝিনুকের দেশে। ঝিনুক দিয়ে তৈরি ৭০ ফুটের মণ্ডপ। বিবেকানন্দ ক্লাব: থিম বিক্রমাদিত্য ও বেতাল, কলোনি যুবকবৃন্দ: থিম কৈলাশ দর্শন, সংঘমিত্র ক্লাব: শিবের সবকটি জ্যোতির্লিঙ্গ দিয়ে মণ্ডপ, বাঘাযতীন স্পোর্টিং ক্লাব: পিরামিডের আদলে মণ্ডপ, ফ্রেন্ডস কনকারেন্স ক্লাব: শ্বেতপাথরের মণ্ডপ, জাতীয় তরুণ সঙ্ঘ: নজরকাড়া আলোকসজ্জা ও দোচালা মণ্ডপ, উই অল: ১০০ ফুট দীর্ঘ ও ৮৪ ফুট উঁচু মণ্ডপ, স্পোর্টিং ইউনিয়ন ক্লাব: চন্দননগরের আলোকসজ্জা ও কাল্পনিক আদলে তৈরি মণ্ডপ, ওদলাবাড়ি নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব: থিম স্বপ্নপুরী, ওদলাবাড়ি মোহন স্পোর্টিং: নাগা উপজাতিদের সংস্কৃতি দিয়ে সাজবে মণ্ডপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kali puja North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE