Advertisement
১৭ মে ২০২৪

নোট বাতিলে দুর্ভোগ নিয়ে মোদীকে চিঠি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের জন্য নোট বাতিলের জেরে বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে বলে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০৯
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের জন্য নোট বাতিলের জেরে বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে বলে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। তাতে জনগণ যে ভাবে এখনও দুর্ভোগ পোহাচ্ছে সে জন্য চিঠি পাঠিয়ে শুক্রবার শিলিগুড়ির হাসমি চকে প্রধানমন্ত্রীকে তারা আমন্ত্রণ করে ডাকছেন মানুষের সমস্যা এবং দুর্ভোগের কথা শুনতে। দার্জিলিং জেলা কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রের কো-অর্ডিনেটর সুজয় ঘটক জানান, নোট বাতিলের জের নিয়ে ৫০ দিন সময় দিয়ে তার মধ্যে পরিস্থিতি স্বভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরও যদি ভুল বা উদ্দেশ্যে কোনও গাফিলতি রয়েছে বলে বোঝা যায় তা হলে মানুষের পছন্দ করা জায়গায় গিয়ে যে শাস্তি তাঁরা দেবেন মেনে নেবেন বলেছিলেন। তিনি বলেন, ‘‘তাঁর কথাতেই আমরা এবার তাঁকে ডাকছি।’’

নোট বাতিলের বিরুদ্ধে দেশ জুড়েই কংগ্রেসের ‘জনবেদনা’ কর্মসূচির অঙ্গ হিসাবে ওই আন্দোলন করা হচ্ছে। জেলা কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, আজ, শুক্রবার শিলিগুড়িতে এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের কোঅর্ডিনেটর অমিতাভ চক্রবর্তী, জোনাল কো অর্ডিনেটর নুরুল হোডা, বিধায়ক সুখবিলাস বর্মা, সুনীল তিরকি, দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। সুজয়বাবু বলেন, ‘‘সাধারণ মানুষ ৯০ দিন ধরে সমস্যায় ভুগছেন নোট বাতিল নিয়ে। প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে আঘাত করেছে। এই খামখেয়ালি সিদ্ধান্তের জন্য আমরা আন্দোলন করছি।’’

কংগ্রেসের এই আন্দোলনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বিজেপি। বিজেপি’র দার্জিলিং জেলা সভাপতি প্রবীন অগ্রবাল বলেন, ‘‘কংগ্রেস অনেক দিন ক্ষমতায় ছিল। তারাও জানে দেশের অর্থনীতির ক্ষেত্রে এটা কতটা জরুরি। কিন্তু ক্ষমতায় থাকার কথা ভেবে তাদের সাহস হয়নি সেই পদক্ষেপ নেওয়ার। আর এখন তাঁরা এর বিরোধিতা করে নিছক রাজনীতি করতে চাইছেন।’’

বিজেপি নেতৃত্বের দাবি, ৫০ দিনের ভিতরেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন টাকা তুলতে সমস্যা নেই। সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার যে সীমা রয়েছে সেটাও দ্রুত উঠে যাবে।

হিসাব বহির্ভূত টাকা মানুষের হাতে থাকায় কালো টাকার কারবার হচ্ছিল। সেই টাকায় বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি কার্যকলাপ বেড়ে ওঠে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা যে অত্যন্ত জরুরি ছিল মানুষ তা বুঝতে পারছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Letter PM Narendra Modi Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE