Advertisement
০৫ মে ২০২৪

বাগান মালিক সম্মেলনে কোথায় মজুরি

চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা উপেক্ষিতই থেকে গেল মালিক পক্ষের সংগঠন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে।সংগঠনের ডুয়ার্স শাখার ১৩৯ তম বার্ষিক সন্মেলন শুক্রবার অনুষ্ঠিত হল তেলিপাড়া চা বাগানের সেন্ট্রাল ডুয়ার্স ক্লাবে।

নিজস্ব সংবাদদাতা
বানারহাট শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০১:৫৮
Share: Save:

চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা উপেক্ষিতই থেকে গেল মালিক পক্ষের সংগঠন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে।

সংগঠনের ডুয়ার্স শাখার ১৩৯ তম বার্ষিক সন্মেলন শুক্রবার অনুষ্ঠিত হল তেলিপাড়া চা বাগানের সেন্ট্রাল ডুয়ার্স ক্লাবে। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছাড়াও, ফরেস্ট দফতরের আধিকারিক, প্রভিডেন্ট ফান্ড আধিকারিক, শ্রম দফতরের আধিকারিক সহ ডুয়ার্স ও তরাইয়ের চা বাগান মালিকদের একাধিক সংগঠনের প্রতিনিধিরা এতেযোগ দেয়।

শ্রমিক সংগঠনগুলির দাবি চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ২২৬ টাকা করতে হবে। সর্ব ভারতীয় এনইউপিডব্লিউ নেতা মনিকুমার ডার্নাল বলেন, “শনিবার উত্তরকন্যায় তিন পক্ষকে নিয়ে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে বৈঠক আছে। গত দু’বছর ধরে কয়েকটি বৈঠক হলেও চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে কোনও ফয়সালা হয়নি। যদি এই বৈঠকেও কোন সিদ্ধান্ত না হয়, তাহলে আন্দোলন ছাড়া আমাদের সামনে অন্য পথ খোলা থাকবে না।”

প্রতি বছর বন্ধ বা খোলা চা বাগান থেকে শ’য়ে শ’য়ে মেয়ে বাইরে পাচার হয়ে গেলেও চা বাগান মালিকরা তা রুখতে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ শ্রমিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের। এই প্রসঙ্গে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভাইস চেয়ারপার্সন নয়নতারা পাল চৌধুরী বলেন, “এটা খুবই উদ্বেগের বিষয়। এর জন্য মূলত অনটন, শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতার অভাবই দায়ী। পাচার বন্ধ করতে আমরা নিজেরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও আলোচনা করছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meeting Tea Garden Wages
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE