চারিদিক সবুজে ঢাকা। পাহাড় আর জঙ্গল ঘিরে রেখেছে শহর আলিপুরদুয়ারকে। তবুও বদলে যাচ্ছে আবহাওয়া। গরমের দাপট বাড়ছে। এর জন্য যে দূষণই দায়ী বুঝতে পারছেন বাসিন্দারা। কারণ প্রতিদিন শহরে বাড়ছে মোটর সাইকেল, চার চাকার গাড়ি। কাটা তেলে চলা অটো দাপিয়ে বেড়াচ্ছে শহরজুড়ে। ধোঁয়া এবং হর্নে অতিষ্ট হয়ে পড়ছেন শহরের মানুষ। এর থেকে বাঁচতে সপ্তাহে অন্তত একদিন গাড়ির বদলে সাইকেল চালানোর পক্ষে আওয়াজ উঠল আলিপুরদুয়ার শহরে।
শনিবার পয়লা বৈশাখের সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে সাইকেল র্যালি করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। ইন্ডোর স্টেডিয়াম থেকে চৌপথি পর্যন্ত চলে র্যালি। সৌরভবাবু জানান, শহরে দূষণ কমানোর জন্য নজর দিতে হবে বাসিন্দাদের। তিনি বলেন,‘‘তাই জেলাশাসক ও পুরসভার চেয়ারম্যানকে বলেছি সাইকেল চালানোর জন্য আলাদা লেন করে দিতে। রবিবার করে বাসিন্দারা মোটরবাইক বা গাড়ি ব্যবহার না করে সাইকেলে ঘোরাফেরা করলে আগামী দিনে তা শহরের উপকারেই আসবে।’’
দিন দিন বাড়ছে আলিপুরদুয়ারের জনসংখ্যা। তার উপর জেলা শহর হওয়ায় এখন প্রতিদিনই কয়েক হাজার গাড়ি যাতায়াত করে আলিপুরদুয়ারে। পরিবেশপ্রেমীরা জানাচ্ছেন, জনসংখ্যা, ঘরবাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে নগরায়ণের জন্য গাছ কাটা পড়ায় কমেছে সবুজও। তাতেই বাড়ছে পরিবেশ দূষণ।