Advertisement
২১ মে ২০২৪

নির্দেশিকায় কেন গোর্খাল্যান্ডের বদলে গোর্খা, ক্ষুব্ধ মোর্চা

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) বিরুদ্ধে রাজ্য সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার মোর্চার তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্য সরকার জিটিএ নাম থেকে গোর্খাল্যান্ড কথাটিকে সরিয়ে দিতে চাইছে।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০২:১৩
Share: Save:

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) বিরুদ্ধে রাজ্য সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার মোর্চার তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্য সরকার জিটিএ নাম থেকে গোর্খাল্যান্ড কথাটিকে সরিয়ে দিতে চাইছে।

সম্প্রতি সরকারের তরফে জিটিএ-র কাছে বিভিন্ন দফতরের গেজেট নোটিফিটেশন এবং সরকারি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে গোর্খাল্যান্ড কথাটি বাদ দিয়ে শুধুমাত্র গোর্খা লেখা হচ্ছে। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলে আদতে কিছুই নেই। মোর্চার তরফে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো ছাড়াও আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ নিজে বিষয়টি দেখছেন।

এদিন গুরুঙ্গ বলেছেন, ‘‘জিটিএ-র নামে গোর্খাল্যান্ড শব্দটি ত্রিপাক্ষিক চুক্তির সময় ঠিক হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন দফতর থেকে সরকারি নির্দেশনামা এবং গেজেট নোটিফিকেশনে জিটিএর নাম সঠিক লেখা হচ্ছে না। এটা আমাদের রাজ্য সরকারের ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে। সরকার গোর্খাল্যান্ড শব্দটি সরিয়ে দিতে চাইছে। আমরা সরকারকে চিঠি দিচ্ছি। আইনি পথেও যাচ্ছি।’’

গুরুঙ্গ জানান, আগামী বছর জিটিএ নিবার্চন হওয়ার কথা। রাজ্যের শাসক দল জিটিএ ভোট জেতার চেষ্টা শুরু করে দিয়েছে। জিটিএ-র নাম পরিবর্তন একমাত্র জিটিএ সভাই করতে পারে। আর তার জন্য জিটিএ নির্বাচন জিততে হবে। তিনি বলেন,‘‘ চুক্তি অনুসারে গোর্খাল্যান্ড নামটা যে দিন জিটিএ-র সঙ্গে জুড়েছে সে দিনই পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমাধি হয়ে গিয়েছে। তাই উনি এটাকে সরাতে চাইছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election morcha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE