Advertisement
০৬ মে ২০২৪

প্লাস্টিক নিয়ে নরম পুরসভা

পুরসভার এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে৷ প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ নিয়ে পুরসভার আদৌ কতটা সদর্থক মানসিকতা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷

অব্যাহত: প্লাস্টিকের রমরমা জলপাইগুড়িতে। ছবি: সন্দীপ পাল

অব্যাহত: প্লাস্টিকের রমরমা জলপাইগুড়িতে। ছবি: সন্দীপ পাল

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ০২:৫৬
Share: Save:

প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিয়ে গত সপ্তাহেই নিজেদের কড়া অবস্থানের কথা শুনিয়েছিলেন জলপাইগুড়ি পুরকর্তারা৷ কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নিজেদের সেই কড়া অবস্থান থেকে পিছিয়ে এলেন তাঁরা৷ ফলে আজ, বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি শহরে নিষিদ্ধ হচ্ছে না প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার৷ কবে থেকে তা নিষিদ্ধ হবে সে ব্যাপারেও এ দিন নিশ্চিত করে কিছু জানাতে পারেননি পুর কর্তারা৷

পুরসভার এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবে ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে৷ প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ নিয়ে পুরসভার আদৌ কতটা সদর্থক মানসিকতা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷
চেয়ারম্যান মোহন বসু বলেন, ‘‘বৃহস্পতিবার থেকে যে কোনও ধরনের প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিকই৷ সাত দিন ধরে শহরজুড়ে প্রচার চালানো হবে বলে ঠিকও হয়৷ কিন্তু এর মধ্যে দু’টি বড় উৎসব রথযাত্রা ও ইদ পড়ে গিয়েছিল৷ সে জন্যই আমরা মানুষকে আরও একটু সময় দিতে চাইছি৷ দু’-এক দিনের মধ্যেই প্রচার শুরু হয়ে যাবে৷’’
চেয়ারম্যানের এই বক্তব্য কিন্তু খুশি করতে পারেনি বিরোধীদের৷ তাঁদের সাফ কথা, এ কথা অজুহাত ছাড়া আর কিছু না৷ কংগ্রেস কাউন্সিলর পিনাকী সেনগুপ্ত বলেন, ‘‘গত সপ্তাহে যখন প্লাস্টিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়, তখনও সবাই জানতেন যে সাত দিনের মধ্যে রথযাত্রা ও ইদ আছে৷ আসলে এ নিয়ে পুরসভার সদর্থক মানসিকতার অভাব রয়েছে৷ সে জন্যই তাদের পিছিয়ে আসতে হচ্ছে৷’’ সিপিএম কাউন্সিলর প্রদীপ দে বলেন, ‘‘গত সপ্তাহের বৈঠকে সিদ্ধান্তের পরও কেন তা বাস্তবায়িত হবে না চেয়ারম্যানের সঙ্গে দেখা করে অবশ্যই তার জবাব চাইব৷’’
এর আগেও একাধিক বার প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে সিদ্ধান্ত নিয়েছিল জলপাইগুড়ি পুরসভা৷ যার জন্য একাধিক কমিটিও গঠন হয়৷ কিন্তু শেষ পর্যন্ত প্লাস্টিকের ব্যবহার একই থেকে গিয়েছে৷ এ বারও পুরসভার অবস্থান বদল করায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। যদিও শাসক দলের এক কাউন্সিলর বলেন, ‘‘শীঘ্রই প্লাস্টিক নিষিদ্ধ হবে৷ যাঁরা এখন সমালোচনা করছেন, তাঁরা তখন জবাব পাবেন৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Plastic Jalpaiguri Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE