পুরসভার মেয়রের ঘরে আগুন লাগার পরেও হুঁশ ফেরেনি পুর কর্তৃপক্ষের। শিলিগুড়ি পুর ভবনের রয়েছে মাত্র চারটি অগ্নি নির্বাপক যন্ত্র। সেগুলিও আবার মেয়াদ উত্তীর্ণ। ফলে পুরসভার অগ্নি নির্বাপক ব্যবস্থায় সচেতন হওয়ার দাবি তুলেছেন পুর কর্মীদের একাংশ।
পুরসভার ডেপুটি মেয়র রামভাজন মাহাত জানান, পুরসভার আগ্নিনির্বাপক মেশিনগুলি দীর্ঘদিনের। তবে মেয়াদ উত্তীর্ণ কি না, তা দেখতে বলা হয়েছে। তিনি বলেন, ‘‘যন্ত্রগুলি পাল্টানোর জন্য পুর আধিকারিকদের জানানো হবে। পুরভবন সংস্কার করাও জরুরি।’’
শিলিগুড়ি পুর ভবনের একটি প্রধান সিঁড়ি রয়েছে। মেয়রের ঘরের পাশে আর একটি সিঁড়ি থাকলেও তা সরু। সেই সিঁড়ি দিয়ে দ্রুত ওঠানামা করা কঠিন। বিশেষ করে যদি একসঙ্গে একাধিক লোক যাতায়াত করে। পুরভবনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কাগজ। যাওয়া-আসার গলিতে ফেলে রাখা রয়েছে অনেক আলমারি। আগুন লাগলে ভবন থেকে বার হতেও সমস্যায় পড়তে হবে বলে কর্মীদের একাংশের আশঙ্কা।