Advertisement
১৭ মে ২০২৪

জমি ফেরতের দাবি উঠল

উপযুক্ত ক্ষতিপূরণ না-মিললে বাগডোগরা বিমানবন্দরে যাতায়াতের রাস্তার জন্য তাদের যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তা ফেরত চাইল সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ। রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বাগডোগরা টি এস্টেটের ওই জমির মালিক তরাই টি কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৯৯৯ সালে বিমানবন্দরে যাতায়াতের রাস্তার জন্য ৯.৪১ একর জমি অধিগ্রহণ হয়।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০২:২৯
Share: Save:

উপযুক্ত ক্ষতিপূরণ না-মিললে বাগডোগরা বিমানবন্দরে যাতায়াতের রাস্তার জন্য তাদের যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তা ফেরত চাইল সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ।

রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বাগডোগরা টি এস্টেটের ওই জমির মালিক তরাই টি কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৯৯৯ সালে বিমানবন্দরে যাতায়াতের রাস্তার জন্য ৯.৪১ একর জমি অধিগ্রহণ হয়। তার জন্য ২ লক্ষ টাকা দেওয়া হচ্ছিল। পরবর্তীতে দার্জালিং জেলা আদালতের দ্বারস্থ হলে তা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ হয়। সেটাও উপযুক্ত মনে না-হওয়ায় ২০০৪ সালে মালিকপক্ষ উচ্চ আদালতে মামলা করে। সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার শম্ভু ঘোষের দাবি, ‘‘ওই মামলার জেরেই গত ১৯ জুলাই ডিভিশন বেঞ্চ পূর্বের জমি অধিগ্রহণের প্রক্রিয়া খারিজ করেছে। মালিকপক্ষের তরফে ৯ অগস্ট জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দফতরগুলিতে আইনজীবীর চিঠি পাঠিয়ে বর্তমান বাজারদর মেনে জমির মূল্য ৩২ কোটি টাকা চাওয়া হয়েছে। অন্যথায় জমি ফেরত চান তাঁরা। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘এখনও কোনও চিঠি পাইনি। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নেব।’’ বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর রাকেশ সহায় জানান, সরকারের তরফে ওই জমি অধিগ্রহণ করা হয়েছিল। এই বিমানবন্দর হয়ে প্রচুর লোক যাতায়াত করেন। তাঁদের স্বার্থে সরকারের তরফে বিষয়টি দেখা হবে বলে তিনি আশাবাদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea garden authority Land
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE