Advertisement
০২ মে ২০২৪

কড়া নজরদারি মন্দির চত্বরেও

নমনি অসমের কোকরাঝাড়ে জঙ্গি হানার জেরে বন্ধ করে দেওয়া হল জল্পেশ মন্দিরের মূল গেট৷ যার জেরে এ দিন দুপুরের পর থেকে বেশ খানিক্ষণ মন্দিরের ভেতরে পূণ্যার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

জল্পেশে চলছে পুলিশের তল্লাশি। ছবি: দীপঙ্কর ঘটক।

জল্পেশে চলছে পুলিশের তল্লাশি। ছবি: দীপঙ্কর ঘটক।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০২:০২
Share: Save:

নমনি অসমের কোকরাঝাড়ে জঙ্গি হানার জেরে বন্ধ করে দেওয়া হল জল্পেশ মন্দিরের মূল গেট৷ যার জেরে এ দিন দুপুরের পর থেকে বেশ খানিক্ষণ মন্দিরের ভেতরে পূণ্যার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে জোরদার তল্লাশির পর অবশ্য মন্দিরের মূল গেটের পাশে থাকা একটি ছোট গেট দিয়ে মন্দিরে প্রবেশের সুযোগ পান পূণ্যার্থীরা৷

জল্পেশ শিব মন্দির, জটিলেশ্বর মন্দির বা কামাখ্যা মন্দির অনেকদিন ধরেই জঙ্গিদের লক্ষ্যবস্তু বলে গোয়েন্দা সূত্রের খবর৷ শ্রাবণ মাসে হাজারো পূণ্যার্থীর সমাগম হয় জল্পেশ মন্দিরে৷ রবিবার বা সোমবার মন্দির চত্বরে তিল ধারণের জায়গা থাকে না৷ একইভাবে একই সময় প্রচুর মানুষের ভিড় হয় জটিলেশ্বর মন্দিরেও। তাই এ দিন কোকরাঝাড়ে জঙ্গি হানার পরে আর কোনও ঝুঁকি নেয়নি পুলিশ ৷

এ দিন দুপুরেই ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী জল্পেশ মন্দির চত্বরে যায়৷ বন্ধ করে দেওয়া হয় মূল গেটটি৷ তারপর বাকি সব গেটও বন্ধ করে দিয়ে শুধুমাত্র মূল গেটের পাশে ছোট একটি গেট খুলে রাখা হয়৷ মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ নিয়ে গিয়ে মন্দির চত্বরে জোরদার তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশির সময় মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি৷ পরে ছোট গেটটি দিয়ে মন্দিরে ঢোকেন পূণ্যার্থীরা৷

শ্রাবণ মাস জুড়ে জল্পেশে শ্রাবণী মেলা চলে৷ এ দিন সেই মেলা চত্বরেও তল্লাশি চালায় পুলিশ৷ জল্পেশ পুলিশ ফাঁড়িতে এ দিন বিকেলের পর থেকে পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। জল্পেশ মন্দিরের সম্পাদক গিরীণ দেব বলেন, ‘‘প্রশাসনের নির্দেশেই মন্দিরের বিভিন্ন গেট বন্ধ রাখা হয়েছে। তবে মন্দিরে পুজো-পাঠ যেমন চলে তেমনটাই চলবে৷ শনিবার থেকে সোমবার পর্যন্ত মন্দিরের নিরাপত্তা আরও বাড়ানো হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ মন্দিরের সিসিটিভি ক্যামেরাও বাড়ানো হতে পারে। জল্পেশ মন্দিরের মতই জটিলেশ্বর মন্দিরেও এদিন নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ সেখানেও স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে গিয়ে তল্লাশি চলে৷ এই সময়ে জটিলেশ্বর মন্দিরেও প্রচুর পূণ্যার্থী যান ৷ জলপাইগুড়ির এক পুলিশ কর্তা বলেন, ‘‘এই দুই মন্দিরকে ঘিরে এ দিন নতুন করে কোনও সতর্ক বার্তা আসেনি ঠিকই, কিন্তু কোকরাঝাড়ের ঘটনার পর তাই আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Terrorism Security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE