Advertisement
E-Paper

উত্তরের সাত জেলা নিয়ে পৃথক আন্দোলনে ফব

লোকসভা ভোটে বিপর্যয়ের পরে হতমান সংগঠনকে চাঙ্গা করতে উত্তরবঙ্গের দিকে নজর ঘোরাচ্ছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ দাবিকে সামনে রেখে রাজ্যের ওই অঞ্চলের ৭ জেলাকে বেছে পৃথক আন্দোলনে যাচ্ছে তারা। বামফ্রন্টের কর্মসূচি ছাড়াও ফব দলীয় স্তরে এই আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ০১:২১

লোকসভা ভোটে বিপর্যয়ের পরে হতমান সংগঠনকে চাঙ্গা করতে উত্তরবঙ্গের দিকে নজর ঘোরাচ্ছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ দাবিকে সামনে রেখে রাজ্যের ওই অঞ্চলের ৭ জেলাকে বেছে পৃথক আন্দোলনে যাচ্ছে তারা। বামফ্রন্টের কর্মসূচি ছাড়াও ফব দলীয় স্তরে এই আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যে এ বার লোকসভায় একটি আসনও পায়নি ফব। দলের দুই যুব নেতা-সহ বেশ কিছু কর্মী-সমর্থক জেলায় জেলায় দল ছেড়েছেন। সংগঠনে ধস নেমেছে মূলত দক্ষিণবঙ্গেই। সক্রিয় নেতা এবং বিধায়কের অনুপাত এখন উত্তরবঙ্গেই বেশি। উত্তরের সেই সাংগঠনিক ভিতকে ব্যবহার করে উত্তরবঙ্গের জন্য আন্দোলন কর্মসূচি আসলে দলকে ধরে রাখার চেষ্টা বলেই ফব-র একটি সূত্রের ব্যাখ্যা। কী কী দাবিতে আন্দোলনে নামা হবে, বুধবার ফব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সে সব চিহ্নিত করা হয়েছে। ঠিক হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের ৭টি জেলা নেতৃত্বকে নিয়ে বিশেষ বৈঠক করা হবে। দলের রাজ্য নেতাদের পাশাপাশি ফব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসেরও সেখানে থাকার কথা। ওই বৈঠকেই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষের কথায়, “উত্তরবঙ্গের মানুষের কিছু গুরুত্বপূর্ণ দাবি আমরা চিহ্নিত করেছি।”

ফব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন, আপাতত তাঁরা পাঁচ দফা দাবিকে সামনে রাখছেন। ছিটমহল বিনিময় ও সীমান্ত সমস্যার সমাধান, চা-বাগানের সঙ্কট, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বেহাল দশা, এনসেফ্যালাইটিস মোকাবিলায় রাজ্য সরকারের শোচনীয় ব্যর্থতা এবং উত্তরবঙ্গে এইম্সের দাবি।

seven districts of north left front forward block
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy