Advertisement
০৭ মে ২০২৪

চাঁদমনি-প্রকল্পে দুর্নীতি হয়েছে: গৌতম

চাঁদমনি চা বাগানে উপনগরী তৈরির প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে বলে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা এসজেডিএ’র চেয়ারম্যান গৌতম দেব। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বসে তিনি এ কথা জানান। এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৭
Share: Save:

চাঁদমনি চা বাগানে উপনগরী তৈরির প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে বলে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা এসজেডিএ’র চেয়ারম্যান গৌতম দেব।

বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বসে তিনি এ কথা জানান। এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃর্পক্ষের (এসজেডিএ) দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন বামেরা। এই দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর এসজেডিএ ঘেরাও কর্মসূচি ছাড়াও আগামীতে ওই দফতর অচল করার হুমকিও দিয়েছেন অশোকবাবু। বামেদের হুমকির ২৪ ঘণ্টার মধ্যে এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পাল্টা হুশিয়ারি দেন। এসজেডিএ-র প্রাক্তন চেয়ারম্যান অশোকবাবুর আমলে উত্তরায়ণ উপনগরীর জমি হস্তান্তর নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, “চা বাগান উচ্ছেদ করে ৩৯৩ একর জমি প্রায় ১৩ কোটি টাকায় উপনগরীর সংস্থাটিকে দেওয়া হয়। তখন সরকারি মূল্যে ওই জমির দাম ছিল ৫৬ কোটি টাকা। এ ছাড়াও পরবর্তীতে আরও ৩৯ একরের বেশি জমি বিনে পয়সায় সংস্থাটিকে দিয়ে দেওয়া হয়েছে। যার বাজারমূল্য এখন ২০০ কোটি টাকা। এর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।” গৌতমবাবু জানান, উপনগরীতে এসজেডিএ’র ৮ শতাংশ শেয়ার রয়েছে। অথচ প্রকল্পে এসজেডিএ ছিল না বলে অশোকবাবুরা মিথ্যে কথা বলছেন বলে মন্ত্রীর অভিযোগ। তিনি বলেন, “এসজেডিএ অভিযান হবে শুনছি। আবার বলা হচ্ছে দফতর অচল করে দেওয়া হবে। এই ধরনের কোনও আন্দোলন হলে আমরাও চুপ করে বসে থাকব না। উন্নয়ন আটকে দেওয়ার যে কোনও চক্রান্ত রাস্তায় নেমে রোখা হবে। পাশাপাশি, পুলিশ-প্রশাসন আইন মেনে ব্যবস্থা নেবে।”

অশোকবাবুর পাল্টা জবাব, মন্ত্রী না বুঝেই উত্তরায়ণ উপনগরীর ব্যাপারে কথা বলছেন। ওই প্রকল্প নিয়ে জনস্বার্থে মামলাও হয়েছিল। এর পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনেই প্রকল্প হয়েছে। অশোকবাবু বলেন, “আদালত থেকেই বলা হয়েছিল এসজেডিএ’র ৮ শতাংশ ইক্যুইটি শেয়ার থাকবে। ওই প্রকল্প চাঁদমনি চা বাগানের মালিক যিনি ছিলেন তাঁদের। এসজেডিএ তাতে যুক্ত নয়। চা বাগান থেকে প্রকল্প করার জন্য জমির চরিত্র বদল করতে ১৩ কোটি টাকা সরকার নিয়েছে। জমি বিক্রির জন্য নয়।” ৩৯ একর উপনগরী নির্মাতাদের বেআইনি ভাবে পাইয়ে দেওয়া অভিযোগ অস্বীকার করেছেন অশোকবাবু। তিনি বলেন, “মন্ত্রী যাই বলুন এসজেডিএ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে নির্ধিরিত দিনে শান্তিপূর্ণ ভাবে আমাদের আন্দোলন হচ্ছেই। মন্ত্রী পাল্টা হুশয়ারি দিয়ে, ভয় দেখিয়ে রুখতে পারবেন না।”

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি, আদালতের নির্দেশ বা কারও আন্দোলনে নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসজেডিএ-র তদন্ত শুরু হয়েছে। পুলিশে মামলা, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে অডিট কিছুই বাদ রাখা হয়নি। হাইকোর্টে মামলা চলছে। রাজ্য সরকার সেখানে স্ট্যাটাস রিপোর্ট দেবে। এর মধ্যে কোনও ঢিলেমি, লুকোছাপা নেই।” এসজেডিএ কাণ্ডে এখন পর্যন্ত ৮টি মামলায় পুলিশ যাদের গ্রেফতার করেছেন তারমধ্যে সিপিএমের দুই নেতাও আছেন বলে এ দিন মন্ত্রী অভিযোগ করেন। তাঁরা অশোকবাবুর ঘনিষ্ঠ বলে দাবি করেন। তা ছাড়া এসজেডিএ কাণ্ড নিয়ে আদালতে সিপিএম, কংগ্রেস, বিজেপি সবপক্ষই সিবিআই তদন্তের দাবিতে মামলা করেছে। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। আদালতের উপর ভরসা না রেখে আন্দোলনের কী মানে তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বুঝতে পারছেন না বলে জানান।

এসজেডিএ’র বিভিন্ন প্রকল্পে অন্তত ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। তত্‌কালীন সিইও গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করা হলে সে সময় পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরেই তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের হাত থেকে তদন্ত ভার দেওয়া হয় রাজ্য পুলিশের সিআইডি’কে। পাশাপাশি, ইডির তরফেও তদন্ত শুরু হয়েছে। তত্‌কালীন চেয়ারম্যানকেও ইডি ডেকে পাঠিয়েছিল। এই প্রসঙ্গে গৌতমবাবু বলেন, “মামলায় দোষীদের শাস্তি আমরা চাই। মুখ্যমন্ত্রীও তাই চান। ইডি তদন্ত করল, না অন্য সংস্থা তা বিষয় নয়। ইডি নথিপত্র চেয়েছিল, আমরা দিয়েছি। এক বোর্ড সদস্য ডেকে পাঠানোর চিঠি এসেছিল। তাঁকে সেই চিঠি পাঠানো হয়েছে। তবে কাউকে ডেকে পাঠানো মানেই তিনি দোষী নন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE