Advertisement
০৫ মে ২০২৪

ছিটমহল বিনিময়ের দাবিতে আজ ঢাকায় ‘মানব বন্ধন’

এদেশের সংসদে শীতকালীন অধিবেশনে ছিটমহল বিনিময়ের দাবি জোরালো করতে বাংলাদেশে আন্দোলনে নামছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মানব বন্ধন করে ওই কর্মসূচিতে সামিল হচ্ছেন। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় ছাত্র সমন্বয় কমিটি ওই কর্মসূচির ডাক দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৪ ০১:৪২
Share: Save:

এদেশের সংসদে শীতকালীন অধিবেশনে ছিটমহল বিনিময়ের দাবি জোরালো করতে বাংলাদেশে আন্দোলনে নামছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মানব বন্ধন করে ওই কর্মসূচিতে সামিল হচ্ছেন। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় ছাত্র সমন্বয় কমিটি ওই কর্মসূচির ডাক দিয়েছে। উদ্যোক্তাদের দাবি, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নতুন ছাত্র শাখা সংগঠনের ওই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক, জনপ্রতিনিধি-সহ অন্তত এক হাজার মানুষ যোগ দেবেন। বুধবার মানব বন্ধনের কর্মসূচিতে যোগ দিতে বাংলাদেশের ঢাকার উদ্দেশে রওনা হন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহকারি সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। কমিটির নয়া ছাত্র শাখা সংগঠনের উদ্যোগে রাস্তায় নেমে ঢাকায় বড় মাপের কর্মসূচি এই প্রথম। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি বাড়তি মাত্রা পেয়েছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহকারি সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “২৪ নভেম্বর ভারতের সংসদের শীতকালীন অধিবেশনের আগে বাংলাদেশের রাজধানী শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে রাস্তায় নেমে প্রথমবার বড় মাপের এমন মানব বন্ধনের কর্মসূচি। কলকাতাতেও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়ে আন্দোলনের প্রস্তুতি হচ্ছে।”

সমন্বয় কমিটি সূত্রেই জানা গিয়েছে, বাংলাদেশের সময় বেলা ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত মানব বন্ধনের ওই কর্মসূচি চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় লাগোয়া রাস্তায়। হাতে হাত ধরে ছিটমহল বিনিময়ের দাবি জানাবেন পড়ুয়ারা।

২০১৩ সালের নভেম্বর মাসে ছাত্র সমন্বয় কমিটি তৈরি করা হয়। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার অন্যতম কর্তা আবদুস সালাম মহম্মদ ইউনুসের কথায়, “দক্ষিণ এশিয়ার একমাত্র নাগরিকত্বহীন মানুষ ওই ছিটমহলের বাসিন্দারা। তাঁদের মুক্তির লক্ষে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করে দ্রুত ছিটমহল বিনিময় করা উচিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE