Advertisement
০৭ মে ২০২৪

ফোনের সূত্র ধরে উদ্ধার হল কিশোরী

শিলিগুড়ি থেকে ডুয়ার্সের একটি প্রত্যন্ত থানা এলাকায় ফোনটি গিয়েছিল দুপুর নাগাদ। এ প্রান্ত থেকে তাড়াহুড়ো করে কেউ বলেছিলেন, ‘আপনাদের নিখোঁজ মেয়ে খালপাড়ায় আছে। বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এসে নিয়ে যান।’ এটুকু বলার পরেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ফোনের সূত্র ধরেই পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সাহায্যে সন্ধ্যার মধ্যে ১৯ বছরের সেই হারিয়ে যাওয়া তরুণীকে শিলিগুড়ির যৌনপল্লি থেকে উদ্ধার করতে পেরেছেন বাড়ির লোকজন। শনিবার সন্ধ্যার ঘটনা।

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৪ ০০:৪৬
Share: Save:

শিলিগুড়ি থেকে ডুয়ার্সের একটি প্রত্যন্ত থানা এলাকায় ফোনটি গিয়েছিল দুপুর নাগাদ। এ প্রান্ত থেকে তাড়াহুড়ো করে কেউ বলেছিলেন, ‘আপনাদের নিখোঁজ মেয়ে খালপাড়ায় আছে। বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এসে নিয়ে যান।’ এটুকু বলার পরেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ফোনের সূত্র ধরেই পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সাহায্যে সন্ধ্যার মধ্যে ১৯ বছরের সেই হারিয়ে যাওয়া তরুণীকে শিলিগুড়ির যৌনপল্লি থেকে উদ্ধার করতে পেরেছেন বাড়ির লোকজন। শনিবার সন্ধ্যার ঘটনা।

তাকে কে বা কারা ওই যৌনপল্লিতে পৌঁছে দিল তা রাত পর্যন্ত স্পষ্ট নয়। শিলিগুড়ির অতিরিক্ত ডিসি ভোলানাথ পান্ডে বলেন, “ডুয়ার্সের থানা থেকে ওই ঘটনার তদন্ত হচ্ছে। শিলিগুড়ি পুলিশ সহযোগিতা করছে।”

পুলিশ জানায়, ডুয়ার্সের প্রত্যন্ত গ্রামে ওই তরুণীর বাড়ি। চলতি বছরেই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন। অভাবে পড়াশোনা আর এগোয়নি। বিয়ের চেষ্টাও শুরু করেছিলেন বাড়ির লোকজন। ১৯ অক্টোবর তরুণীটি নিখোঁজ হয়ে যান। বাড়ির লোকজন তাঁর ঘর থেকে একটি চিঠি পান। তাতে বাড়ির লোকজনকে উদ্দেশ করে লেখা ছিল, ‘তোমাদের অনেক কষ্ট দিচ্ছি। আর কষ্ট দেব না। সে জন্য চলে যাচ্ছি।” একটি মোবাইল নম্বর দিয়ে সেখানে যোগাযোগ করলেই খবর পাওয়া যাবে বলে লিখেছিলেন তরুণীটি।

বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছেন, ওই নম্বরে ফোন করলে যোগাযোগ করা যায়নি। বহুবার চেষ্টার পরে একবার এক যুবক ধরলেও ‘মাথাভাঙায় আছি’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ২০ অক্টোবর থানায় অভিযোগ দায়ের হয় সেই থেকে খোঁজাখুঁজি চলছিল। কিন্তু, পুলিশ কোনও সূত্রই বার করতে পারেনি। তরুণীর মোবাইলও বন্ধ ছিল। অবশেষে এদিন দুপুরে আচমকা বাড়ির একজনের ফোনে অচেনা গলায় ওই তরুণীর হদিস দেন।

এর পরেই ডুয়ার্সের থানার ওসি বিনোদ গজমের-এর কাছে যান বাড়ির লোকজন। সেখান থেকে ফোন যায় শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ‘দুর্গা বাহিনী’র দফতরে। সংস্থার উত্তরবঙ্গের প্রকল্প আধিকারিক দীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরে ডুয়ার্স থেকে ৪ সদস্যের একটি দল বিকেলের মধ্যেই পৌঁছে যায় শিলিগুড়িতে। সন্ধ্যায় শিলিগুড়ি থানা ও খালপাড়া ফাঁড়ির মহিলা পুলিশের বাহিনী নিয়ে তল্লাশি শুরু হয়। কালীপুজোয় সেখানে ভিড় ছিল। পুলিশ দেখেই এক তরুণীকে টেনে একটি বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন। ততক্ষণে মহিলা পুলিশ কর্মীরা গিয়ে রাস্তা আটকে দেন। বাড়ির লোকজন তরুণীকে চিহ্নিত করেন। রাতে তরুণীটিকে হোমে রাখার ব্যবস্থা করেছে পুলিশ। আজ, রবিবার আদালতে তোলার পরে তরুণীর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করাবে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri kishore saha traced via phone call
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE