Advertisement
০৭ মে ২০২৪
শিলিগুড়ি পুরভোট

বিজেপির হাত ধরে জমি খুঁজছে মোর্চা-কেপিপি

শিলিগুড়ি পুরভোট সামনেই। তার প্রাক্কালে বিজেপির হাত ধরে শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় পায়ের তলার মাটি খুঁজছে গোর্খা জনমুক্তি মোর্চা ও অতুল গোষ্ঠীর কেপিপি। মোর্চা ও কেপিপি সূত্রে খবর, ইতিমধ্যেই বিজেপির নেতাদের সঙ্গে তাঁদের দু-দফায় কথাবার্তা হয়েছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গের বৈঠক হওয়ার কথা।

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৫ ০৩:৩৪
Share: Save:

শিলিগুড়ি পুরভোট সামনেই। তার প্রাক্কালে বিজেপির হাত ধরে শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় পায়ের তলার মাটি খুঁজছে গোর্খা জনমুক্তি মোর্চা ও অতুল গোষ্ঠীর কেপিপি। মোর্চা ও কেপিপি সূত্রে খবর, ইতিমধ্যেই বিজেপির নেতাদের সঙ্গে তাঁদের দু-দফায় কথাবার্তা হয়েছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গের বৈঠক হওয়ার কথা। মোর্চা সূত্রের খবর, তাঁদের নেতৃত্বের একাংশ শিলিগুড়ি পুরসভার ৬টি ওয়ার্ডে নিজেরাই প্রার্থী দিতে আগ্রহী। কিন্তু মোর্চা নেতৃত্বের বড় অংশ সরাসরি ভোটে দাঁড়াতে চাইছেন না। তাঁরা চান, তাঁদের প্রার্থীদের বিজেপির টিকিটে দাঁড় করাতে। কেপিপি-র অতুল গোষ্ঠীর নেতারাও সংযোজিত এলাকায় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। কেপিপি-ও নিজেরা প্রার্থী দেবে না।

সরাসরি প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন উৎসাহ দেখাচ্ছে না মোর্চা ও কেপিপি? দু’টি দল সূত্রেই জানা গিয়েছে, বিজেপির ওই দুই শরিকের শিলিগুড়ি লাগোয়া এলাকায় কর্মী-সমর্থক থাকলেও শহরের মধ্যে দলীয় অফিস পর্যন্ত নেই। শুধু তা-ই নয়, ওই দু’টি দল পৃথক রাজ্যের দাবিদার হওয়ায় শিলিগুড়ি শহরের মধ্যে মিটিং-মিছিল করতে গেলেই অতীতে নানা উত্তেজনাও তৈরি হয়েছে। তাই গোলমাল এড়াতে সম্প্রতি শহরের মধ্যে সে ভাবে মোর্চা কিংবা কেপিপির তেমন কোনও কর্মসূচিও দেখা যায়নি। পুরভোটের মুখে যে কারণে বিজেপিকে সামনে রেখে তাদের ওই দুই শরিকের প্রাথমিক লক্ষ্য, শিলিগুড়ি শহরে জমি শক্ত করা।

মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা বিনয় তামাঙ্গ জানান, শিলিগুড়ি পুরসভার কিছু এলাকায় তাঁদের অনেক কর্মী-সমর্থক রয়েছেন। ৭টি ওয়ার্ডে গোর্খা সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের বসবাস। তিনি বলেন, “সে সব কথা মাথায় রেখে শিলিগুড়ি শহরের রাজনীতিতে আমরা একটা ছাপ রাখতে চাইছি। পুরভোটই হবে আমাদের হাতিয়ার।” বিজেপির হাত ধরে শিলিগুড়ি শহরের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া যে তাঁদেরও লক্ষ্য, সে কথা জানিয়েছেন কেপিপি নেতা অতুল রায়।

গত লোকসভা ভোটে ওই দু’টি দলই দার্জিলিঙের সাংসদ সূরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার পাশে ছিল। তিনি বলেছেন, “শিলিগুড়ির পুরভোট নিয়ে তাদের সঙ্গে আগেই কথা হয়েছে। দিল্লিতেও গুরুঙ্গের সঙ্গে কথা হবে।”

তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা মন্ত্রী গৌতম দেবের কটাক্ষ, “বাংলা ভাগের পক্ষে যারা সেই মোর্চা, কেপিপি যারই হাত ধরেই শহরে ঘাঁটি গাড়ার চেষ্টা করুক না কেন, মানুষ প্রত্যাখ্যান করবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE