Advertisement
০৩ মে ২০২৪

স্পিকারকে চিঠি দিল মোর্চা

রাজ্য বিধানসভায় বিরোধী বেঞ্চে বসার অনুমতি চেয়ে স্পিকারকে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চার তিন বিধায়ক। মঙ্গলবার কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। মোর্চার তরফে জানানো হয়েছে, আগামী ৬ জুন থেকে শুরু হওয়া বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের সময় থেকে দলের বিধায়কেরা বিরোধী বেঞ্চে বসতে চান।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৮ মে ২০১৪ ০১:৩৩
Share: Save:

রাজ্য বিধানসভায় বিরোধী বেঞ্চে বসার অনুমতি চেয়ে স্পিকারকে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চার তিন বিধায়ক। মঙ্গলবার কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। মোর্চার তরফে জানানো হয়েছে, আগামী ৬ জুন থেকে শুরু হওয়া বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের সময় থেকে দলের বিধায়কেরা বিরোধী বেঞ্চে বসতে চান। এ দিন কলকাতা থেকে হরকাবাহাদুর ছেত্রী বলেন, “তিন বিধায়কের তরফে আমি নিজে ওই চিঠি স্পিকারকে দিয়েছি। দলের সিদ্ধান্ত মেনেই এই চিঠি দেওয়া হয়েছে। দলের সভাপতি নির্দেশে মেনেই পদক্ষেপ হয়েছে এর বেশি কিছু বলতে চাই না।”

প্রসঙ্গত মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ-সহ দলের শীর্ষনেতারা বর্তমানে দিল্লি রয়েছেন। গত সোমবার নরেন্দ্র মোদী সহ অনান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএ-এর শরিক মোর্চা নেতারা। কেন্দ্রে শপথ গ্রহণের পরদিনই রাজ্য বিধানসভায় বিরোধী বেঞ্চে মোর্চার বিধায়কদের উপস্থিত হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মোর্চা সূত্রের খবর, গত ১৯ মে মালিধুরাতে দলের বৈঠকেই বিরোধী বেঞ্চে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় দলের সহ সম্পাদক বিনয় তামাঙ্গ জানিয়েছিলেন, তৃণমূল তাঁদের সঙ্গে বিরোধীদের মতো আচরণ করছে, সে কারণেই ওই সিদ্ধান্ত।

গত ১৭ অগস্টও বিরোধী বেঞ্চে বসার জন্য অনুমতি চেয়েছিল মোর্চা। সে সময় পাহাড় জুড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন চলা এবং শতাধিক মোর্চা নেতা-কর্মীদের ধরপাকড়ের ঘটনার পরে, ট্রেজারি বেঞ্চ ছেড়ে বিরোধী বেঞ্চে বসতে চায় মোর্চা বিধায়করা। যদিও, দু’মাস পরে রাজ্যের সঙ্গে ফের সুসম্পর্ক তৈরি হওয়ায় সে আর্জি প্রত্যাহার করে নেওয়া হয়। তৃণমূলের পাহাড় কমিটির মুখপাত্র বিন্নি শর্মা অবশ্য এ দিন দাবি করেছেন, “মোর্চার এই সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE