Advertisement
০৪ মে ২০২৪

লোকসভা-বিধানসভায় একসঙ্গে ভোটের প্রস্তাব

দেশে লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করা কঠিন, কিন্তু অসম্ভব নয় বলেই মনে করছে আইন ও বিচার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি। নির্বাচন হলে কেন্দ্র-রাজ্য সম্পর্কের উন্নতি হবে এবং দেশের উন্নয়নের গতিও বাড়বে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান ই এম সুদর্শন নাচিয়াপ্পন। স্থায়ী কমিটির সদস্যেরা বলছেন, এই ব্যবস্থায় রাষ্ট্রের খরচও প্রায় পাঁচ হাজার কোটি টাকা কমবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০৩:১৯
Share: Save:

দেশে লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করা কঠিন, কিন্তু অসম্ভব নয় বলেই মনে করছে আইন ও বিচার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি। নির্বাচন হলে কেন্দ্র-রাজ্য সম্পর্কের উন্নতি হবে এবং দেশের উন্নয়নের গতিও বাড়বে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান ই এম সুদর্শন নাচিয়াপ্পন।

স্থায়ী কমিটির সদস্যেরা বলছেন, এই ব্যবস্থায় রাষ্ট্রের খরচও প্রায় পাঁচ হাজার কোটি টাকা কমবে। নাচিয়াপ্পন জানান, শেষ বার এ দেশে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হয়েছে ১৯৬৭ সালে। এই বিষয়ে কলকাতা থেকেই সারা দেশের দলগুলির মত নিতে শুরু করেছে স্থায়ী কমিটি। সোমবার ওই কমিটির সামনে অভিমত জানায় তৃণমূল, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক। আজ, বুধবার মুম্বই যাবে কমিটি। তার পরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মত নেবে তারা। ওই কমিটিতে তৃণমূলের সুখেন্দুশেখর রায় ও সুব্রত বক্সী আছেন। সুখেন্দুবাবু বলেন, ‘‘পাঁচ বছরের জন্য সরকার হলেও নানা ভোটের গেরোয় উন্নয়নের জন্য রাজ্যগুলি পায় মাত্র আড়াই বছর। একসঙ্গে ভোট হলে উন্নয়নের জন্য বেশি সময় পাওয়া যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE