Advertisement
০৪ মে ২০২৪

জালিয়াতির অভিযোগ, গ্রেফতার স্কুল শিক্ষক

একটি জমি নিয়ে জালিয়াতির অভিযোগে পুরুলিয়ার নিতুড়িয়া থেকে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করল হুগলির গোঘাট থানার পুলিশ। বুধবার রাতে জিতেন মণ্ডল নামে বাঁকুড়ার রানিবাঁধ এলাকার বাসিন্দা ওই শিক্ষককে ধরা হয়। তিনি নিতুড়িয়ায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর বিরুদ্ধে গোঘাটের মান্দারনের এক ব্যক্তির কাছ থেকে জমি বিক্রির জন্য টাকা নিয়েও জমি না দেওয়ার অভিযোগ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০০:২৭
Share: Save:

একটি জমি নিয়ে জালিয়াতির অভিযোগে পুরুলিয়ার নিতুড়িয়া থেকে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করল হুগলির গোঘাট থানার পুলিশ। বুধবার রাতে জিতেন মণ্ডল নামে বাঁকুড়ার রানিবাঁধ এলাকার বাসিন্দা ওই শিক্ষককে ধরা হয়। তিনি নিতুড়িয়ায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর বিরুদ্ধে গোঘাটের মান্দারনের এক ব্যক্তির কাছ থেকে জমি বিক্রির জন্য টাকা নিয়েও জমি না দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামারপুকুরে জিতেনবাবুর কয়েক শতক জমি রয়েছে, জানতে পেরে গত ডিসেম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন মান্দারনের সৈয়দ আলো হোসেন। অভিযোগে আলো হোসেন জানান, দেখার দিন পাঁচেকের মধ্যে জমিটি রেজিস্ট্রি হওয়ার কথা ছিল। তিনি জিতেনবাবুকে এ জন্য এক লক্ষ টাকাও দেন। কিন্তু জমি রেজিস্ট্রি হয়নি। তিনি টাকাও ফেরত পাননি। গত ৮ মার্চ থানায় এই অভিযোগ দায়ের করেন আলো হোসেন। জিতেনবাবুকে ধরার জন্য এর আগে পুলিশ কয়েকবার পুরুলিয়া গেলেও সন্ধান পায়নি। ধৃত পুলিশের কাছে দাবি করেছেন, টাকা নেওয়ার ভুয়ো কাগজপত্র দেখিয়ে মিথ্যা অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি টাকা নেননি। ধৃতকে বৃহস্পতিবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arambagh school teacher police money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE