Advertisement
E-Paper

এ বার তারাপীঠ থেকে কলকাতা এসি বাস

বৈঠক শেষে এসবিএসটিসির চেয়ারম্যান জানান, চলতি মাসের শেষেই তারাপীঠে মুখ্যমন্ত্রীর আসার কথা। তার আগেই একগুচ্ছ নতুন বাসরুটের ঘোষণা হল এসবিএসটিসির তরফ থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ০১:৪১

চলতি মাসের শেষেই তারাপীঠে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরেই তারাপীঠ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা চালু করার কথা জানালো এসবিএসটিসি (দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা)। মঙ্গলবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অফিসে এই বিষয়ে পর্ষদের চেয়ারম্যান তথা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন এসবিএসটিসির চেয়ারম্যান তথা বিধায়ক তমোনাশ ঘোষ। বৈঠকে হাজির ছিলেন এসবিএসটিসির কর্তারা।

বৈঠক শেষে এসবিএসটিসির চেয়ারম্যান জানান, চলতি মাসের শেষেই তারাপীঠে মুখ্যমন্ত্রীর আসার কথা। তার আগেই একগুচ্ছ নতুন বাসরুটের ঘোষণা হল এসবিএসটিসির তরফ থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল তারাপীঠ থেকে কলকাতার মধ্যে এসি বাস চালু করা। দুপুর বা বিকেলে তারাপীঠ, সিউড়ি এবং বোলপুর থেকে কলকাতাগামী বাসের চাহিদা ছিল দীর্ঘদিন। দুপুরে কলকাতা যাওয়ার জন্য ট্রেনের সমস্যার কথা মাথায় রেখে বাসটি দুপুর দুটোর সময় তারাপীঠ থেকে ছাড়বে বলে ঠিক হয়েছে। তমোনাশবাবু বলেন, ‘‘একদিনে তারাপীঠে গিয়ে পুজো দিয়ে আবার ওই বাসে চড়েই যাতে দর্শনার্থীরা ফিরতে পারেন সেই জন্য সকাল সাড়ে সাতটার সময় বাসটি কলকাতা থেকে ছাড়বে এবং সাড়ে বারোটার মধ্যে তারাপীঠে পৌঁছোবে। মন্দির দর্শন সেরে পুজো দিয়ে ফের দুপুর দুটোর সময় ওই বাসে চেপেই কলকাতা ফেরা যাবে।’’

এছাড়াও সিউড়ি হয়ে ঝাড়গ্রাম তারাপীঠ বাস রুট এবং মেদিনীপুর থেকে তারাপীঠ ভায়া আরামবাগ, সিউড়ি থেকে বহরমপুর ভায়া তারাপীঠ, হলদিয়া থেকে মেচেদা, আরামবাগ হয়ে তারাপীঠ, দীঘা-তারাপীঠ ভায়া কলকাতা বাস পরিষেবা চালু করা হবে। তারাপীঠ থেকে রামপুরহাট, মালদহ, বালুরঘাট আর তারাপীঠ থেকে
মায়াপুর, নবদ্বীপ হয়ে কলকাতার করুণাময়ী পর্যন্ত বাস চলবে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, বেলুড় বাস পরিষেবা চালু করার কথাও জানান পরিবহণ আধিকারিকেরা।

তমোনাশবাবু বলেন, ‘‘২০১১ সালে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার বার্ষিক আয় ছিল ৬৪ কোটি টাকা। ২০১৯ সালে সেই আয় দাঁড়িয়েছে ১৭৫ কোটি টাকায়।’’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার পরেও এসবিএসটিসি বেশ কিছু রুটে বাস পরিষেবা চালু করে লোকসানের কথা জানিয়ে বাস তুলে নেয়। এই নতুন রুটগুলোতে বাস পরিষেবা চালু রাখার বিষয়ে সংস্থার চেয়ারম্যানের দাবি, ‘‘বাস চালালে এক কিলোমিটার রাস্তায় ৩৪ টাকা খরচ হয়। ভর্তুকি দিয়েও যদি চালাতে হয় তাতেও সরকারের তরফ থেকে চেষ্টা করা হবে বাস রুটগুলি চালু রাখার।’’

Tarapith Kolkata SBSTC Bus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy