Advertisement
০২ জুন ২০২৪

‘না সরলে বুঝবি’, হুঁশিয়ারি

জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার মুখে তৃণমূল। আর ব্লক-ভিত্তিক হিসেব বলছে, ১৯টি ব্লকের মধ্যে ভোট হবে শুধু মহম্মদবাজার, নলহাটি, রাজনগর এবং ময়ূরেশ্বর ১ ও ২-এ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০২:০৬
Share: Save:

এমনিতেই ভোট হচ্ছে হাতেগোনা ক’টি আসনে। মনোনয়ন প্রত্যাহার করে নিতে সেখানেও এ বার মেরে হাত ভেঙে দেওয়া থেকে শুরু করে, ধর্ষণের হুমকির অভিযোগ উঠল। বাম-বিজেপি নেতারা মনে করিয়ে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের হুঙ্কারের কথা। সোমবার অনুব্রতর হুমকি ছিল, ‘‘১৬৭টি পঞ্চায়েতের মধ্যে মাত্র কয়েকটায় মনোনয়ন জমা দিয়েছেন বিরোধীরা। অপেক্ষা করুন ১৬ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আসার আগে কেউ অসুস্থ হবে। কেউ যাবেন পিজি, কেউ যাবেন সিউড়ি হাসপাতাল।’’

বিজেপি-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় থেকে সিপিএমের জেলা সম্পাদক মনসা হাঁসদারা বলছেন, ‘‘জেলা সভাপতির নির্দেশ কাজে করে দেখাতে ময়দানে নেমে পড়েছে শাসকদলের দুষ্কৃতীরা। ময়ূরেশ্বর ২ ব্লকে প্রশান্ত পাল নামে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে। তিনি সিউড়ি হাসপাতালে ভর্তি। গিধিলা গ্রাম পঞ্চায়েতের এক মহিলা প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার না করলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।’’ নেতৃত্বের অভিযোগ, এমন ভয়ের আবহ তৈরি করা হয়েছে, আক্রান্তদের পুলিশে অভিযোগ করাতেও রাজি করানো যায়নি।

জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার মুখে তৃণমূল। আর ব্লক-ভিত্তিক হিসেব বলছে, ১৯টি ব্লকের মধ্যে ভোট হবে শুধু মহম্মদবাজার, নলহাটি, রাজনগর এবং ময়ূরেশ্বর ১ ও ২-এ। বুধবার সেই ময়ূরেশ্বর ২ ব্লকেই তৃণমূল নেতা মণিরুল ইসলামের নাম করে হুমকির অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, ‘‘প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শাসকদলের নেতাকর্মীরা বলে আসছেন, ভালয় ভালয় সরে যা। না হলে মণিরুলের বাহিনী ঢুকে যখন ফেঁড়ে (পেট ফুটো) দেবে তখন টের পাবি।’’ মণিরুল সে অভিযোগ মানেননি।

এমন হুমকির অভিযোগ গত পঞ্চায়েত ভোটেও উঠেছিল। বিরোধীরা কোনও প্রার্থী দিতে না পারায় লাভপুরে ভোট হয়নি। সেই সময় ওই এলাকার ‘ভোট করিয়ে’ হিসেবে পরিচিত বাহিনীকে ময়ূরেশ্বর ২ ব্লক এলাকায় কাজে লাগানোর অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। লাভপুর এবং ময়ূরেশ্বর ২ ব্লক এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী। নদীর দুই পাড়েই রয়েছে বহু বৈধ এবং অবৈধ বালির ঘাট। বালির ঘাটে সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বাম আমল থেকেই নির্বাচন-সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে কাজে লাগানোর অভিযোগ রয়েছে। এ বারেও সে আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না বিরোধী দলগুলি। বিরোধীরা কোনও প্রার্থী দিতে না পারায় লাভপুরে ভোট হচ্ছে না এ বারেও। লাভপুরের ‘ভোট করিয়ে’দের এ বার ময়ূরেশ্বরে নামানো হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।

গত ত্রি-স্তর পঞ্চায়েতে ময়ূরেশ্বরে ২ ব্লকের জেলা পরিষদের দু’টি আসনের মধ্যে তৃণমূল এবং সিপিএম একটি করে দখল করে। পঞ্চায়েত সমিতি ছিল শাসকদলের দখলে। সাতটি পঞ্চায়েতের মধ্যে দু’টি বিজেপি এবং পাঁচটিতে তৃণমূল জেতে। এ বার জেলা পরিষদের দু’টি আসনে বিরোধীরা কোনও প্রার্থী দিতে না পারলেও পঞ্চায়েত সমিতির ২১টি আসনের মধ্যে সিপিএম এবং বিজেপি ১৪টি করে আসনে প্রার্থী দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের ৯৭টি আসনের মধ্যে বিজেপি ৫৭ এবং সিপিএম ৫২টি আসনে প্রার্থী দিয়েছে। ওই সব আসনের মধ্যে বেশ কিছু জায়গায় বিরোধীদের সঙ্গে শাসকদলের দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সেটাই শাসকদলের মাথাব্যথার কারণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা।

এ বারে জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ জটিল মণ্ডল, দলের ব্লক যুব সভাপতি চন্দ্রনীল ঘোষের মতো বেশ কিছু নেতা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতস্তরে প্রার্থী হয়েছেন। তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে বিরোধী প্রার্থীদের মারধর এবং লাগাতার হুমকির অভিযোগ উঠেছে। বিজেপি-র ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উৎপল রুজের অভিযোগ, ‘‘মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জটিল মণ্ডল, চন্দ্রনীল ঘোষ এবং তৃণমূলের ঢেকা অঞ্চল কমিটির সভাপতি সুশান্ত পালের নেতৃত্বে বিশাল মোটরবাইক বাহিনী এলাকা দাপিয়ে বেড়িয়েছে।’’ ফের আক্রান্ত হওয়ার আশঙ্কায় পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস পর্যন্ত পাচ্ছেন না কেউ।

জটিলবাবুরা অভিযোগ অস্বীকার করে বলছেন, ‘‘মঙ্গলবার আমরা ওই এলাকায় ছিলাম না। মিথ্যে অভিযোগ করা হচ্ছে।’’ সিপিএমের দায়িত্বপ্রাপ্ত জেলা কমিটির সদস্য নীরদবরণ ঘোষের অভিযোগ, মণিরুলের বাহিনী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছে। মণিরুলের অবশ্য দাবি, ‘‘ভিত্তিহীন অভিযোগ। আমার বা দলের ওই ধরণের কোনও বাহিনী নেই।’’ এলাকার উন্নয়ন হয়েছে দেখেই সাধারণ মানুষ বিরোধীদের সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছে, মত তৃণমূলের ময়ূরেশ্বর ২ ব্লক সভাপতি নারায়ণপ্রসাদ চন্দ্রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE