Advertisement
০৯ মে ২০২৪

পাত্রসায়রে থানায় হামলায় ছাঁটাই সিভিক ভলান্টিয়ার

তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে থানায় ঢুকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে ছাঁটাই করা হল। পাত্রসায়র থানায় ছাঁটাই হওয়া ওই সিভিক ভলান্টিয়ারের নাম দেবাশিস ঘোষ। বাড়ি পাত্রসায়রের কাঁটাবন গ্রামে। বৃহস্পতিবার বাঁকুড়ার পুলিশ সুপার থানায় নির্দেশ পাঠিয়ে ওই সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে ছাঁটাইয়ের নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা
পাত্রসায়র শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৫ ০১:২৩
Share: Save:

তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে থানায় ঢুকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে ছাঁটাই করা হল। পাত্রসায়র থানায় ছাঁটাই হওয়া ওই সিভিক ভলান্টিয়ারের নাম দেবাশিস ঘোষ। বাড়ি পাত্রসায়রের কাঁটাবন গ্রামে। বৃহস্পতিবার বাঁকুড়ার পুলিশ সুপার থানায় নির্দেশ পাঠিয়ে ওই সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে ছাঁটাইয়ের নির্দেশ দেন।

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “গত ১৩ মার্চ রাতে পাত্রসায়র থানায় তৃণমূল নেতা সুব্রত ওরফে গোপে দত্ত-র নেতৃত্বে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় ধৃত ২৪ জনের মধ্যে সিভিক ভলান্টিয়ার দেবাশিস ঘোষ ছিলেন। ঘটনার তদন্ত করে গোপের সঙ্গে থাকা ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।” পঞ্চায়েতে টেন্ডার নিয়ে গোলমালের ঘটনায় এক ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে গোপে দলবল নিয়ে থানায় চড়াও হন বলে অভিযোগ। সেই সময় থানার ডিউটি অফিসারকে চড় মারা এবং থানার ওসির সঙ্গে ধস্তাধস্তি করা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে গোপের বাহিনীর বিরুদ্ধে। গোলমালের আগাম আঁচ পেয়ে সেই সময়েই আশপাশের থানাগুলি থেকে পুলিশ বাহিনী পাত্রসায়র থানায় চলে আসে। হামলা চালিয়ে ফেরার সময় গোপের সঙ্গী ২৪ পুলিশের হাতে ধরা পড়ে যায়। গোপে অবশ্য আরও কয়েকজনের সঙ্গে পালায়। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগ থাকলেও বিষ্ণুপুর আদালতে তাঁরা জামিন পেয়ে যান। ঘটনাচক্রে সে দিন আদালতে সরকারি আইনজীবীরা কেউ বিরোধিতার জন্য ছিলেন না। পরে মূল অভিযুক্ত গোপে-সহ বাকি অভিযুক্তেরা আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন পান। পুলিশকে মেরেও শাসকদলের নেতা-কর্মী হওয়ার সুবাদে পার পেয়ে গেল বলে বিরোধীরা সে দিন সমালোচনা করেছিলেন।

এ দিকে পাত্রসায়র থানা এলাকায় সিভিক ভলান্টিয়াররা যে ভাবে একের পর এক শাসকদলের হয়ে হামলায় জড়িয়ে পড়ছেন, তাতে পুলিশ কর্মীদের মনেও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসে বালসি ২ পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব পালকে মারধরের অভিযোগ উঠেছিল বালসি ১ পঞ্চায়েতের ‘ভিলেজ পুলিশ’ অনুপ মহন্তর বিরুদ্ধে। গত বছরের নভেম্বর মাসে পাত্রসায়র বাসস্ট্যান্ড এলাকায় অয়ন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছিল গোপের সঙ্গী দুই সিভিক ভলান্টিয়ার কাজল ঘোষ ও তুলসী কর্মকারের বিরুদ্ধে। ওই সব ঘটনার তদন্ত করে ‘ভিলেজ পুলিশ’ অনুপ মহন্ত, দুই সিভিক ভলান্টিয়ার কাজল ঘোষ ও তুলসী কর্মকারকে নভেম্বর মাসেই ছাঁটাই করা হয়েছিল। দেবাশিস ঘোষকে নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে হামলায় যুক্ত অভিযোগে পাত্রসায়র থানার তিনজন সিভিক ভলান্টিয়ার ও একজন ভিলেজ পুলিশ কাজ থেকে ছাঁটাই করা হল। এ দিন চেষ্টা করেও দেবাশিসের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সিভিক ভলান্টিয়ারের তকমা নিয়ে স্থানীয় কয়েকজন যুবক শাসকদলের হয়ে নানা গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন। এমনকী শাসকদলের এক গোষ্ঠীর হয়ে অন্য গোষ্ঠীর অফিসে হামলার অভিযোগও উঠেছে কয়েকজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। তদন্ত করে কয়েকজনের নামে পুলিশ সুপারের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। পুলিশ সুপার কড়া ব্যবস্থা নিতে শুরু করেছেন। পাত্রসায়রে রাজনৈতিক সংঘর্ষে জড়িত আরও কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে খুব তাড়াতাড়ি ছাঁটাই করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE