Advertisement
০৩ মে ২০২৪

নোট-সঙ্কটও পুজোর থিমে

নোট বাতিলের সমস্যা কিছুটা থিতু হলেও সরস্বতী পুজোর থিমে সেই সঙ্কটই ফিরে এল বাঁকুড়ায়। শুধু তাই নয়, পথ নিরাপত্তার বার্তা, কম বয়েসে মা হওয়ার ঝুঁকির কথাও উঠে এসেছে দুই জেলার পুজো মণ্ডপে।

বাঁকুড়া দেশবন্ধু ইউথ টেন্ট। —নিজস্ব চিত্র।

বাঁকুড়া দেশবন্ধু ইউথ টেন্ট। —নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩৭
Share: Save:

নোট বাতিলের সমস্যা কিছুটা থিতু হলেও সরস্বতী পুজোর থিমে সেই সঙ্কটই ফিরে এল বাঁকুড়ায়। শুধু তাই নয়, পথ নিরাপত্তার বার্তা, কম বয়েসে মা হওয়ার ঝুঁকির কথাও উঠে এসেছে দুই জেলার পুজো মণ্ডপে।

৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচশো ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার পরে মাসখানেক ধরে কার্যত নাকানিচোবানি খান আমজনতা। ধীরে ধীরে সেই সমস্যা এখন অনেকটাই কেটেছে। কিন্তু রাজনীতির আঙিনা থেকে মধ্যবিত্তের সংসার দুলিয়ে দিয়েছিল সেই ঘোষণা। বাঁকুড়ার সাভারকার সরণির দেশবন্ধু ইউথ টেন্ট সরস্বতী পুজোয় এ বার সেই নোট-বাতিলকেই থিম করেছে।

বাতিল হওয়া পাঁচশো ও হাজার টাকার নোটের বড় মাপের প্ল্যাকার্ড দিয়ে মণ্ডপের পিছনের অংশ সাজানো হয়েছে। মণ্ডপের একাংশজুড়ে বড় আকারে ভারতের মানচিত্র রয়েছে। সেই মানচিত্র জুড়ে নোট বাতিলের পরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর সাঁটানো হয়েছে। পুজো কমিটির সভাপতি দেবদাস দাস, সহ-সভাপতি রুদ্র চৌধুরী বলেন, “নোট বাতিলের জেরে গোটা দেশের মানুষই সমস্যার মধ্যে পড়েছেন। তাই আমরা দেশের মানচিত্রের উপর সংবাদপত্রের খবরগুলো রেখে কেন্দ্রের ওই সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষ কী ভাবে সমস্যায় পড়েছেন, তা তুলে ধরেছি।’’

বাঁকুড়ার কলেজ মোড় টেন্টের পুজো নিয়ে বরাবরই কৌতূহল থাকে। এ বার তাদের মণ্ডপ তৈরি হয়েছে পুরনো দালান বাড়ির আদলে। যোগেশপল্লি মোড়ের ফ্রেন্ডস ৫০-র পুজোর মণ্ডপ জুড়ে বাঁশ, মাদুর, সুপুরির ছালের নানা কারুকার্য রয়েছে। এই পুজোকে কেন্দ্র করে কচিকাঁচাদের মনোরঞ্জনের জন্য নানা ব্যবস্থা রয়েছে। পুজো কমিটির তরফে চন্দ্রশেখর গন বলেন, “পুজোর ক’দিন সন্ধ্যায় কার্যত মেলার আমেজ থাকে এখানে।”

পৃথিবীতে যত মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়, তার একটা বড় অংশই মারা যান পথদুর্ঘটনায়। সেই কথা মনে করিয়ে দিতে এ বার সরস্বতী পুজোয় বিষ্ণুপুরের মনমিলো সেবা সঙ্ঘ তাদের মণ্ডপে চন্দননগরের আলোকসজ্জায় আলো ও ছায়ার মাধ্যমে তুলে এনেছে ‘সেফ ড্রাইভ-সেফ লাইফ’-এর বার্তা। শুধু এই প্রদর্শনেই থেমে নেই তারা। আজ বৃহস্পতিবার পথ নিরাপত্তা নিয়ে একটি বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সেবা সঙ্ঘের যুগ্ম সম্পাদক সাগর রজক, জাহাঙ্গীর খান বলেন, ‘‘পথ-আইন না মেনে বেপরোয়া ভাবে বা অপ্রকৃতস্থ অবস্থায় গাড়ি চালানো এবং হেলমেট ব্যবহার না করায় অনেকেই অকালে হারিয়ে যাচ্ছেন। সেই ভয়ঙ্কর দিকটির কথা মনে করিয়ে দিতেই এই উদ্যোগ।’’ বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক লাল্টু হালদার জানান, পথ সচেতনতার বার্তা যে ভাবে, যত ছড়াবে, ততই ভাল।

হুড়ার জামবাদ গদর ক্লাবের মণ্ডপে গেলে মনে হবে বুঝি যুদ্ধক্ষেত্র। তাদের এ বারের থিম ‘সার্জিক্যাল ষ্ট্রাইক’। ক্লাব সম্পাদক হারাধন গড়াইয়ের কথায়, ‘‘সীমান্তে সেনারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদের রক্ষা করছেন। তাঁদের সম্মান জানাতেই এই মণ্ডপ-ভাবনা।’’ মানভূমের ঐতিহ্যবাহী কাড়া লড়াইয়ের দৃশ্যও রয়েছে মণ্ডপে।

বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানো রেখা কালিন্দী, আফসানা খাতুন, বীণা কালিন্দী, সুনীতা মাহাতো, মুক্তি বাউরিদের জেলা পুরুলিয়ায় এখনও বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়নি। তাই মানবাজার ২ ব্লকের পেঁচাড়া নবতরুণ সঙ্ঘ নিজেদের পুজো মণ্ডপে মডেলের মাধ্যমে তুলে ধরেছেন কম বয়েসে বিয়ের কুফলের কথা। ক্লাবের মুখপাত্র রঞ্জিত মাহাতোর কথায়, ‘‘বাল্যবিবাহ বন্ধে মানুষকে নিরন্তর সচেতন করে যেতে হবে।’’

পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে পুজোর আয়োজন করা হয়। ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো।

ঝালদা ১ ব্লকের ইলু গ্রামে সরস্বতী পুজো নিয়ে রীতিমতো মাতামাতি হয়। সম্প্রতি হেলিকপ্টারে যে ভাবে রাষ্ট্রপতি ঝালদায় উড়ে এসেছিলেন সেই বিষয়টিকে মণ্ডপে তুলে ধরেছে মহাবীর ক্লাব। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এ বার রজত জয়ন্তী বর্ষে। কার্গিল ক্লাব ও মা ভবানী ক্লাবের পুজোও নজর কেড়েছে। বেলাডি কচাপাড়ার পুজো মণ্ডপে উঠে এসেছে তেনুঘাট জলাধার। বেলাডির আঁধারপাড়ার মণ্ডপ যেন রেললাইনের ধারের শান্ত নিরিবিলি একটি গ্রাম। কাশীপুর দেশবন্ধু ক্লাব ছৌ মুখোশ শিল্পীর কুটিরে দেবী আরাধনাকে তুলে এনেছে। মিঠেকড়া শীতে দিনভর এই সব মণ্ডপে ঘুরে বেড়ালেন মানুষজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saraswati Puja Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE