Advertisement
০৪ জুন ২০২৪

ডায়েরিয়া ছড়াচ্ছে সাঁইথিয়ার গ্রামে

ডাইরিয়ায় আক্রান্ত সাঁইথিয়া হরিসড়া অঞ্চলের লোলিয়াপুর গ্রাম। সোমবার রাত্রি থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ জন গ্রামবাসীকে সাঁইথিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা চলছে। নিজস্ব চিত্র।

হাসপাতালে চিকিৎসা চলছে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০১:০৯
Share: Save:

ডাইরিয়ায় আক্রান্ত সাঁইথিয়া হরিসড়া অঞ্চলের লোলিয়াপুর গ্রাম। সোমবার রাত্রি থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ জন গ্রামবাসীকে সাঁইথিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের কয়েকজনকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ গ্রামে মেডিক্যাল ক্যাম্প করে আছেন। চিকিৎসকদের ধারনা পানীয় জলের কারণেই ডাইরিয়ার প্রকোপ দেখা দিয়েছে ওই গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি, সাঁইথিয়া গ্রামীন হাসপাতালের বিএমওএইচ আশিস চন্দ্রের।

স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত্রি ন’টা নাগাদ লোলিয়াপুর গ্রামের লক্ষী মির্ধা নামে এক বৃদ্ধা পেটের যন্ত্রনায় ছটফট করতে থাকেন। কিছুক্ষন পর থেকে তাঁর বমি পেটখারাপ শুরু হয়। পরিবার ও স্থানীয় লোকজন তাঁকে সঙ্গে সঙ্গে সাঁইথিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করেন। ওই রাত্রিতেই গ্রামের দু-এক জনের একই উপসম দেখা দেয়। মঙ্গলবার রাত্রি থেকে তা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছয়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত ৩২ জনকে স্থানীয় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ১২জন মহিলা ও পাঁচজন শিশু। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাত্রে চারজন ও বুধবার সকালে চার জন জন— মোট আটজনকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। লক্ষী মির্ধার নাতি দিলীপ বলেন, ‘‘সোমবার রাত্রের খাবার খাওয়ার কিছুক্ষণ পর দিদা পেটে যন্ত্রনার কথা বলেন।’’ গ্রামের বাসিন্দা কার্তিক মির্ধা, বাপি দাসরা বলেন, গ্রামে ডাইরিয়া শুরু হওয়ায় সবাই ভয় পেয়ে গিয়েছে। খবর পেয়ে পঞ্চায়েত প্রধান বেদন ঘোষ মঙ্গলবার সকালেই গ্রামে আসেন। এবং ডাইরিয়া আক্রন্তদের চিকিৎসার ও গ্রামের সবার জন্য মিনারেল ওয়াটারেরও ব্যবস্থা করেন। পাশের মতিপুর গ্রামের শ্যামলকুমার দলুই আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া ও সেবা শুশ্রষার ব্যবস্থা করেন। পাশের গ্রামের প্রেমানন্দ রায় হাসপাতালে ডাইরিয়া আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দুটি টোটো ও একটি অ্যামবুলেন্স দিয়ে সহযোগিতা করেন।

প্রধান বলেন, ‘‘সাঁইথিয়া হাসপাতালের বিএমওএইচকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নিয়েছেন। মঙ্গলবার দুপুরেই গ্রামে চিকিৎসকদল আসেন। এবং বুধবার গ্রামে স্বাস্থ্য দফতরের তরফে একটি ক্যাম্প করা হয়েছে।’’ বিএমওএইচ বলেন, ‘‘প্রাথমিকভাবে আমাদের ধারনা পানীয় জলের কারনেই ডাইরিয়া ছড়িয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diarrhea Sainthia Village
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE