Advertisement
০৬ মে ২০২৪

উন্নয়ন পর্ষদের প্রথম বৈঠক আজ

পাথচাপুরি উন্নয়ন পর্ষদ ঘোষণা আগেই হয়েছিল কিছুদিন আগেই বক্রেশ্বরকেও উন্নয়ন পর্ষদ ঘোষণা করেছে সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে নটিফিকেশন হয়েছে। কমিটিতে কে কে থাকছেন চূড়ান্ত সেটাও।

মাজারে ফিরহাদ।— নিজস্ব চিত্র

মাজারে ফিরহাদ।— নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০১:০৩
Share: Save:

পাথচাপুরি উন্নয়ন পর্ষদ ঘোষণা আগেই হয়েছিল কিছুদিন আগেই বক্রেশ্বরকেও উন্নয়ন পর্ষদ ঘোষণা করেছে সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে নটিফিকেশন হয়েছে। কমিটিতে কে কে থাকছেন চূড়ান্ত সেটাও। আজ বৃহস্পতিবারই তার প্রথম বৈঠক। আনুষ্ঠানিক বোর্ড গঠন করে এবার কাজ শুরুর পালা।

বুধবার নানুর থেকে সিউড়ি ছুঁয়ে দাতাবাবার মাজার পাথরচাপুরিতে চাদর চড়াতে এসে সে কথাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দাতাবাবার মাজার থেকে বেরোনোর পথে সংবাদমাধ্যমকে পুর মন্ত্রী জানান, পাথর চাপুরি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন লাভপুরের বিধায়ক নুরুল ইসলাম। এবং বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন সিউড়ির বিধায়ক আশোক চট্টোপাধ্যায়। উন্নয়ন কী ভাবে হবে তার রূপরেখা তৈরি করে দ্রুত কাজে হাত দেবে দুটি উন্নয়ন পর্ষদ দাবি মন্ত্রীর। দুটি কমিটিতেই ১৩ জন করে সদস্য থাকছেন।

চেয়ারম্যানরা ছাড়া দুটি কমিটিতে থাকছেন জেলাশাসক, মহকুমাশাসক (সিউড়ি সদর) প্রিন্সিপ্যাল সেক্রেটারি অথবা তাঁর প্রতিনিধি, প্রিন্সিপ্যাল সেক্রেটারি ফিনান্স অথবা তাঁর প্রতিনিধি। অন্য সদস্যদের মধ্যে পাথর চাপুরির ক্ষেত্রে সুকুমার সাধু, নুরুল ইসলাম, করম হোসেন, খানেরা। অবক্রেশ্বরে বেলা ১১ টায় অন্যদিকে পাথরচাপুরি বিকেল তিনটেয় আজ বৈঠক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

council First
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE