বেলি বিবির একটা বাড়ি আছে বটে। অবশ্য যদি তাকে বাড়ি বলা যায়, তবেই। খড়ের ছাউনি দেওয়া ঘুপচি ঘর। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, একটা ভদ্রগোছের মাথাগোঁজার ঠাঁই হোক। সাধপূরণ হয়নি আজও। সেই মহিলাই তাঁর অ্যাকাউন্টে ‘ভুল’ করে চলে আসা অন্য কারও বাড়ি তৈরির টাকা হেলায় ফিরিয়ে দিলেন প্রশাসনকে।
টাকার অঙ্কটা খুব কম নয়, ৪৫ হাজার! সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা ভাটিপাড়ার বাসিন্দা ওই বধূর সততায় মুগ্ধ বিডিও মহম্মদ বদরুদ্দোজা। বলে দিচ্ছেন, এটা সততার নজির। বেলি বিবির অবশ্য স্পষ্ট কথা, ‘‘যে টাকা আমার নয়, তা আমি নেব কেন!’’
বেলি বিবি অবসর সময়ে শ্রমিকের কাজ করেন। তাঁর স্বামী শেখ আকাল দিনমজুর। সিউড়িতে প্রাক্তন কাউন্সিলর ইয়াসিন আখতারের বাড়িতেও কাজ করেন তাঁরা। টাকা ফেরানোর ইচ্ছার কথা প্রথমে তাঁকেই জানিয়েছিলেন। তিনি ওই মহিলাকে সাহায্য করেন। বিড়ি বাঁধার সামান্য উপার্জন থেকে কিছু টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে কড়িধ্যায়, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট খুলেছিলেন বেলি বিবি। সোমবার ব্যাঙ্কের পাসবই ‘আপডেট’ করতে গিয়ে দেখেন, অ্যাকউন্টের ব্যালান্স এক লাফে বেড়ে গিয়েছে ৪৫ হাজার।