Advertisement
০৩ মে ২০২৪

নাইটহুড নিয়ে প্রদর্শনী

রবীন্দ্রনাথের ‘নাইটহুড’ প্রাপ্তির শতবর্ষ উপলক্ষে, ‘নাইটহুড প্রাপ্তি ও প্রত্যাখান’ শীর্ষক একটি আলোচনা এবং প্রদর্শনী হয়ে গেল শান্তিনিকেতনে। শনিবার সন্ধ্যায়, বিশ্বভারতীর রবীন্দ্রভবনে উত্তরায়ণের উদয়ন বাড়িতে ওই আলোচনায় আমন্ত্রিত হিসেবে যোগ দেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক সব্যাসাচী ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০০:৪৫
Share: Save:

রবীন্দ্রনাথের ‘নাইটহুড’ প্রাপ্তির শতবর্ষ উপলক্ষে, ‘নাইটহুড প্রাপ্তি ও প্রত্যাখান’ শীর্ষক একটি আলোচনা এবং প্রদর্শনী হয়ে গেল শান্তিনিকেতনে। শনিবার সন্ধ্যায়, বিশ্বভারতীর রবীন্দ্রভবনে উত্তরায়ণের উদয়ন বাড়িতে ওই আলোচনায় আমন্ত্রিত হিসেবে যোগ দেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক সব্যাসাচী ভট্টাচার্য।

বিষয় নিয়ে আলোচনা করেন ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক শুচিব্রত সেন, অধ্যাপিকা বিপাশা রাহা, রবীন্দ্র ভবনের অধ্যক্ষা তপতী মুখোপাধ্যায় প্রমুখ। বিশ্বভারতীর পড়ুয়াদের পাশাপাশি ওই আলোচনা সভায় হাজির ছিলেন বিশ্বভারতীর সহ-উপাচার্য স্বপন দত্ত। সন্ধ্যায় বিচিত্রাতে রবীন্দ্রনাথের ‘নাইটহুড প্রাপ্তি ও প্রত্যাখ্যান’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্বপনবাবু। প্রদর্শনীতে রবীন্দ্রনাথের নাইটহুড শংসাপত্র এবং সেই সম্পর্কিত বেশ কিছু নথি, চিঠি ও আলোকচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনীতে স্থান পেয়েছে বেশ কিছু আলোকচিত্র। রয়েছে নাইটহুড প্রাপ্তি এবং প্রত্যাখানের পর কবিকে পাঠানো বিশেষ বিশেষ ব্যক্তির শুভেচ্ছা বার্তাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Knighthood Hundred Visva-Bharati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE