ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়ার বিস্তীর্ণ সীমানা লাগোয়া এলাকার জঙ্গলে ফের মাওবাদীরা ঘাঁটি গাড়ছে কিনা, খতিয়ে দেখতে দুই রাজ্যের পুলিশ কর্তাদের একটি সমন্বয় বৈঠক হল পুরুলিয়ায়। মঙ্গলবার ওই বৈঠকে দুই রাজ্যের পদস্থ পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন নাগাল্যান্ড আর্মড পুলিশের কমান্ডিং অফিসার এবং সিআরপি-র একাধিক ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার।
গোয়েন্দা সূত্রের খবর, বাংলার সীমানা লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে গত ৯ জুন যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়েছে। ঝাড়খণ্ডের গালুডির জঙ্গলে মাওবাদীদের একটি শিবির রয়েছে, এই খবরের ভিত্তিতে যৌথবাহিনী ওই জঙ্গলে অপারেশন চালায়।
বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর মাওবাদীরা জঙ্গলে গা ঢাকা দেয়। বাহিনীর কাছে খবর ছিল, এই শিবিরে মাওবাদীদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অসীম মণ্ডল ওরফে আকাশ এবং মদন মাহাতো ছিল। যদিও বাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়েও মাওবাদী শীর্ষ নেতাদের কারও নাগালই পায়নি।