Advertisement
১৭ মে ২০২৪

সরছেন বিভাস, দলনেতা সুদীপ

পুরসভার বিরোধী দলনেতার পদ থেকে বিভাস দাসকে সরানোর কথা জানিয়ে পুরপ্রধানকে চিঠি দিল পুরুলিয়া জেলা কংগ্রেস। সূত্রের খবর, শুক্রবার বিকেলে পুরুলিয়ার পুরপ্রধান কে পি সিংহ দেওয়ের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০২:১৭
Share: Save:

পুরসভার বিরোধী দলনেতার পদ থেকে বিভাস দাসকে সরানোর কথা জানিয়ে পুরপ্রধানকে চিঠি দিল পুরুলিয়া জেলা কংগ্রেস। সূত্রের খবর, শুক্রবার বিকেলে পুরুলিয়ার পুরপ্রধান কে পি সিংহ দেওয়ের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে। সূত্রের খবর, নতুন বিরোধী দলনেতা করা হচ্ছে সুদীপ মুখোপাধ্যায়কে।

পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মহাতো বলেন, ‘‘দলের শহর কমিটি এবং কিছু কাউন্সিলার অভিযোগ করেছিলেন, বিভাসবাবু বিরোধী দলনেতা হিসাবে যথাযথ দায়িত্ব পালন করছিলেন না। বেশ কিছুদিন ধরে কংগ্রেসের বৈঠকেও তিনি আসছিলেন না।’’ সে জন্যই বিভাসবাবুকে পদ থেকে সরানো হয়েছে বলে নেপালবাবু জানান।

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিভাস দাসের সঙ্গে দলের দূরত্বের সূত্রপাত গত বিধানসভা নির্বাচনের সময় থেকে। দলীয় রাজনীতিতে অধীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতা নিজেই পুরুলিয়া কেন্দ্রে টিকিটের দাবিদার ছিলেন। কংগ্রেস সূত্রের খবর, তৃণমূল থেকে কংগ্রেসে আসা সুদীপ মুখোপাধ্যায় যাতে টিকিট না পান তার জন্য সরব হয়েছিলেন বিভাসবাবু। কিন্তু টিকিট পেয়ে যান সুদীপই। সে সময়ই ঘণিষ্ঠ মহলে সাংবাদিক বৈঠক ডেকে দল ছাড়ার কথা বললেও শেষ পর্যন্ত দল ছাড়েননি বিভাসবাবু। তবে ভোটের সময় দলের প্রচারে তাঁকে দেখা যায়নি। বিভাসবাবুর ঘনিষ্ঠদের দাবি, সুদীপবাবু জেতার পরে তিনি দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার এক প্রকার সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন। ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর সঙ্গে বিভাসবাবুর বৈঠকও হেয়ছে বলে সূত্রের খবর। তৃণমূলের ইফতার পার্টিতেও তাঁকে দেখা গিয়েছে। তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই তাঁকে সরানো হয়েছে বলে মনে করছেন অনেকেই।

পুরুলিয়ার পুরপ্রধান কে পি সিংহ দেও এ দিন, ‘‘আমি এখনও কোনও চিঠি পাইনি।’’ বিভাসবাবুও বলেন, ‘‘এই সংক্রান্ত কোনও চিঠি পাইনি। তাই এ নিয়ে মন্তব্য করব না। আমি এখনও কংগ্রেসেই রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

purulia congress opposition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE