Advertisement
০৫ মে ২০২৪
general-election-2019/west-bengal

ধারালো অস্ত্রে জখম দুই বিজেপি কর্মী, ধৃত ২

অস্ত্রের আঘাতে এক যুবকের ডান হাতের একটি আঙুল কাটা গিয়েছে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
 মল্লারপুর  শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০১:১১
Share: Save:

ভোট মিটতেই তপ্ত হল মল্লারপুর। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মঙ্গলবার সকালে মল্লারপুর থানার বটতলা এলাকার বাউড়িপাড়ায় এক তৃণমূল কর্মী ধারালো অস্ত্রে দুই বিজেপি সমর্থককে আক্রমণ করেন। তার জেরে বিজেপি কর্মী-সমর্থকেরা বিকাশ পত্রধর নামে ওই তৃণমূল কর্মীর বাড়ি ঘিরে ফেলেন। পুলিশ এলাকায় পৌঁছে বিকাশবাবু এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে পরে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে সেণ্টু বাউড়ি নামে এক যুবকের ডান হাতের বুড়ো আঙুল কাটা গিয়েছে। তাঁর দাদা কার্তিক বাউড়ির ডান হাতের কব্জিতে অস্ত্রের আঘাত লেগেছে। সেণ্টুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কার্তিকের চিকিৎসা হয় মল্লারপুরে ময়ূরেশ্বর ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির মল্লারপুর ১ পঞ্চায়েত তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। তবে মল্লারপুর ২ পঞ্চায়েত থাকে তৃণমূলের দখলে। মল্লারপুর ২ পঞ্চায়েতের বটতলা বাউড়িপাড়া সংসদে ৩৯ ভোটে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী। লোকসভা ভোটের দিনও বাউড়িপাড়া সংসদে উত্তেজনা ছিল। বিজেপি কর্মীদের অভিযোগ, দলীয় এজেন্ট শ্যামল লেটকে তৃণমূল কর্মীরা মারধর করে বুথ থেকে বের করে দেন। প্রশাসনের কাছে অভিযোগ করলে পরেবুথে বসতে পারেন তিনি।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ভোটের হার

বীরভূম

২০১৪: ৮৫.৩৪%

২০১৯: ৮৫.২৮%

বোলপুর

২০১৪: ৮৪.৮৩%

২০১৯: ৮৫.৭০%

এ দিনের ঘটনায় আহত কার্তিকবাবু বলেন, ‘‘বিকাশ পত্রধর সকালে বিজেপি কর্মীদের গালিগালাজ করছিলেন। আমরা তাঁর বাড়িতে গিয়ে প্রতিবাদ করি। আচমকা উনি ধারালো অস্ত্রে আমাকে আঘাত করেন। বাঁ হাতে লাগে। অস্ত্রের আঘাতে সেণ্টুর ডান হাতের বুড়ো আঙুল কাটা যায়।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খবর শুনেই এলাকার বিজেপি কর্মীরা বিকাশবাবুর বাড়ি ঘিরে ফেলেন। অভিযোগ, ইট ছুড়ে তাঁর বাড়ির কাচের জানালা ভেঙে দেওয়া হয়। বিজেপির নেতারা ঘটনাস্থলে পৌঁছে দলীয় কর্মীদের শান্ত করেন। পুলিশ পৌঁছে বিকাশবাবু ও তাঁর স্ত্রী লক্ষ্মী পত্রধরকে থানায় নিয়ে যায়।

এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, বিকাশবাবু ময়ূরেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের ময়ূরেশ্বর ১ ব্লক সভাপতি অভিজিৎ রায়ের ঘনিষ্ঠ। এলাকায় একাধিক বার অশান্তি ছড়িয়েছেন। ভিজিৎবাবু বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি। বিজেপি কর্মীরাও বিকাশ পত্রধরের বাড়িতে ভাঙচুর করেছে বলে শুনেছি। এলাকায় অশান্তি পছন্দ করি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE