Advertisement
০৯ মে ২০২৪

বাল্য বিবাহ রুখতে মহম্মদবাজারে শিবির

মহম্মদবাজার ব্লকে বাল্য বিবাহ বন্ধে বেশ কিছু কর্মসূচি শুরু করল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার সংস্থার পক্ষ থেকে স্থানীয় প্যাটেলনগর ব্লক প্রাইমারি হেলথ্ সেন্টারে বাল্য বিবাহ প্রতিরোধমূলক একটি শিবিরের আয়োজন করা হয়।

চলছে আলোচনা। নিজস্ব চিত্র।

চলছে আলোচনা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মহম্মদবাজার শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ০১:১৭
Share: Save:

মহম্মদবাজার ব্লকে বাল্য বিবাহ বন্ধে বেশ কিছু কর্মসূচি শুরু করল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার সংস্থার পক্ষ থেকে স্থানীয় প্যাটেলনগর ব্লক প্রাইমারি হেলথ্ সেন্টারে বাল্য বিবাহ প্রতিরোধমূলক একটি শিবিরের আয়োজন করা হয়। শিবিরে আলোচনার মূল বিষয় ছিল, মহম্মদবাজারকে কীভাবে বাল্য বিবাহমুক্ত ব্লকে পরিণত করা যায়।

সংস্থা সূত্রের জানা গিয়েছে, আয়োজক সংস্থার কর্মকর্তা ও সদস্যেরা ছাড়াও ঘণ্টা দেড়েকের এই শিবিরে উপস্থিত ছিলেন বিএমওএইচ জাহিরুল আলম, এলাকার ৪৩ জন মহিলা এবং ৭ জন পুরুষ স্বাস্থ্যকর্মী। শিবিরে বিএমওএইচ বলেন, ‘‘আমাদের সমাজে বাল্য বিবাহ একটা বড় অভিশাপ। অল্প বয়সে ছেলেমেয়েদের বিয়ে হলে যে শারীরিক ক্ষতি হয়, তা অকল্পনীয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এ ব্যাপারে সমাজের সকল স্তরের মানুষকে সজাগ হতে হবে। বাল্য বিবাহ রোধে শিক্ষিত যুব সমাজকে বেশি করে দায়িত্ব নিতে হবে।’’ উপস্থিত স্বাস্থ্যকর্মীদের তিনি এলাকায় এলাকায় গিয়ে এ ব্যাপারে সচেতনমূল প্রচার চালানোর পরামর্শও দেন। আয়োজক সংস্থার পক্ষে ব্লকের কো-অর্ডিনেটর গৌতমকুমার সিংহ বলেন, ‘‘আমরা এই ব্লকে বাল্য বিবাহ সম্পূর্ণ বন্ধ করতে চাই। এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন। বিএমওএইচ-সহ স্বাস্থ্যকর্মীরা এ দিন যে ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আশা করি শীঘ্রই আমরা আমাদের লক্ষ্যে সফল হব।’’ তাঁর পরামর্শ, এলাকায় কেউ বাল্য বিবাহের খবর জানতে পারলে যেন তাঁদের সংস্থা, ব্লক প্রশাসন বা থানায় খবর দেন। বাল্য বিবাহ রোধে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, এ কাজে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকেও সবরকমের সহযোগিতা পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child marriage meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE