Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নেই হেলমেট, মৃত্যু শিক্ষকের

রাস্তা পেরোনোর সময়ে একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। শনিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বোলপুর-ইলামবাজার সড়কে ইলামবাজার থানার সুকবাজার সিনেমাতলার কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নজরুল ইসলাম (৬১)।

নিজস্ব সংবাদদাতা
ইলামবাজার শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৩
Share: Save:

রাস্তা পেরোনোর সময়ে একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। শনিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বোলপুর-ইলামবাজার সড়কে ইলামবাজার থানার সুকবাজার সিনেমাতলার কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নজরুল ইসলাম (৬১)। তাঁর বাড়ি সদাইপুর থানা এলাকার রেঙ্গুনি গ্রামে। দুর্ঘটনার পরে ওই রাস্তায় পুলিশি নজরদারির অভাব এবং বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরে অবশ্য পুলিশের কাছ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে, ওই দুর্ঘটনার জেরে বোলপুর-ইলামবাজার রাস্তায় যান চলাচল কিছুক্ষণ ব্যাহত হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ ওই রাস্তায় যান চলাচলা ফের স্বাভাবিক হয়। সদাইপুরের যাত্রা প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম এ দিন নিজের আত্মীয়ের বাড়ি সুকবাজার আসছিলেন। ওই এলাকার পশুহাট থেকে সুকবাজার যাওয়ার পথে সিনেমাতলার কাছে বোলপুর-ইলামবাজার সড়কে রাস্তা পারাপার করতে গিয়ে বোলপুরের দিক থেকে আসা একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। পুলিশ জানায়, মোটরবাইক নিয়ে বের হলেও নজরুল মাথায় হেলমেট পরেননি। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ডাম্পার ফেলে চালক ও খালাসি পালিয়েছেন।

জয়ী বীরভূম। রামপুরহাট: ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন আয়োজিত শিলিগুড়িতে অনুষ্ঠিত আন্তঃ জেলা সিনিয়র ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠল বীরভূম জেলা। শনিবার কোচবিহারকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে বীরভূম। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE