Advertisement
০২ মে ২০২৪

টোল ট্যাক্স বসছে বাঁকুড়ার রাস্তায়

ভারী যানবাহন চলাচলে প্রায়ই ভেঙে যায় রাস্তা। এ দিকে মেরামতির টাকা জোগাড় করতে হিমসিম খেতে হয় প্রশাসনকে। ছবিটা এ বার বদলাতে চলেছে। বাঁকুড়া জেলা পরিষদ বেশ কয়েকটি রাস্তায় টোল ট্যাক্স চালু করার সিদ্ধান্ত নিল।

এ বার ছবিটা কি বদলাবে? হরিয়ালগাড়ার মতোই বাঁকুড়ার জুনাবেদিয়া থেকে মানকানালি রাস্তার বেশিরভাগ এমনই। ছবি: অভিজিৎ সিংহ।

এ বার ছবিটা কি বদলাবে? হরিয়ালগাড়ার মতোই বাঁকুড়ার জুনাবেদিয়া থেকে মানকানালি রাস্তার বেশিরভাগ এমনই। ছবি: অভিজিৎ সিংহ।

রাজদীপ বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০১:০৬
Share: Save:

ভারী যানবাহন চলাচলে প্রায়ই ভেঙে যায় রাস্তা। এ দিকে মেরামতির টাকা জোগাড় করতে হিমসিম খেতে হয় প্রশাসনকে। ছবিটা এ বার বদলাতে চলেছে। বাঁকুড়া জেলা পরিষদ বেশ কয়েকটি রাস্তায় টোল ট্যাক্স চালু করার সিদ্ধান্ত নিল।

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, কোন কোন রাস্তা থেকে টোল ট্যাক্স আদায় করা হবে, সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে তা চূড়ান্ত হয়েছে। সম্প্রতি জেলা পরিষদের শাসক ও বিরোধী দলের সমস্ত সদস্যকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কোনও সদস্যই এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। এর ফলে, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হতে বাধা পড়েনি। জানা গিয়েছে, শীঘ্রই টেন্ডার ডেকে ট্যাক্স আদায়ের বরাত দেওয়া হবে।

জেলা পরিষদ সূত্রের খবর, মোট ২২টি রাস্তায় টোল ট্যাক্স চালু করা হচ্ছে। এর মধ্য রয়েছে ওন্দা ব্লকের সাতটি, সিমলাপাল ব্লকের পাঁচটি, বাঁকুড়া ১ ব্লকের দু’টি, কোতুলপুর ব্লকের ছ’টি এবং মেজিয়া ও ইন্দাস ব্লকের একটি করে রাস্তা। প্রাথমিক ভাবে স্থির করা হয়েছে, বাণিজ্যিক এবং যাত্রী পরিবহনকারী ছোট গাড়ি এবং বাসের জন্য ৩০ টাকা এবং সাধারণ ট্রাকের জন্য ১০০ টাকা কর নেওয়া হবে। ১০ চাকার ট্রাকের জন্য করের অঙ্ক ১০০ টাকার বেশি হবে। তবে ব্যক্তিগত গাড়ি, সাইকেল, মোটরবাইককে ট্যাক্সের আওতায় রাখা হবে না বলেই জানানো হয়েছে।

এই রাস্তাগুলিকে কেন বাছা হল? জেলা পরিষদের এক আধিকারিক জানান, এই রাস্তাগুলি দিয়ে যান চলাচল বেশি। তাই কর আদায় বাড়াতেই এই রাস্তাগুলিকে বাছা হয়েছে। এ ক্ষেত্রে সফল হলে জেলা পরিষদ বাকি রাস্তাগুলি নিয়েও ভাববে।

জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী জানান, টোল ট্যাক্স হিসাবে আদায় করা টাকা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তা দিয়ে রাস্তাগুলি নিয়মিত মেরামত করা হবে। তিনি বলেন, “ভারী যান চলাচলের ফলে রাস্তা ভেঙে যাচ্ছে। কিন্তু মেরামতির জন্য আমাদের হাতে খুব বেশি টাকা থাকে না। টোল ট্যাক্সের টাকা দিয়ে ভাঙা রাস্তার মেরামতি এবং পরিকাঠামোর উন্নয়ন করা যাবে।’’

জেলা পরিষদের এই পদক্ষেপে স্থানীয় কিছু বেকার যুবকের কর্মসংস্থানও হবে বলে দাবি অরূপবাবুর। তাঁর কথায়, ‘‘টোল আদায়ের বরাত পাবে যে সংস্থাগুলি, তারা যাতে স্থানীয় বেকার যুবকদের নিয়োগ করে সে জন্য চুক্তি করা হবে।’’

তৃণমূল পরিচালিত জেলা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা সিপিএমের সুব্রত মুখোপাধ্যায়ও। তাঁর দাবি, বাম আমলে রাজ্যের বিভিন্ন জেলাপরিষদ নিজেদের আওতায় থাকা রাস্তাগুলির উপর ট্যাক্স চালু করলেও বাঁকুড়ায় তা করা যায়নি। তাঁর কথায়, ‘‘টোল ট্যাক্স আদায়ের সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছি। এর ফলে রাস্তা মেরামতির কাজে গতি আসবে। তবে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না। তা যাতে বাস্তবায়িত হয়, তাও দেখতে হবে।’’

জানা গিয়েছে, বাঁকুড়া শহর লাগোয়া জুনবেদিয়া মোড় থেকে মানকানালি যাওয়ার জেলা পরিষদের রাস্তায় ট্যাক্স বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনবেদিয়ার বাসিন্দা মিষ্টি ব্যবসায়ী গাঁধী বরাট জানান, কেশরা এলাকায় বেশ কয়েকটি স্পঞ্জ আয়রণ কারখানা রয়েছে। ওই কারখানার ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তাটি প্রায় সময়েই ভেঙে যায়। দীর্ঘ দিন ধরে সেই ভাঙা রাস্তা সারানো হয় না। তাঁর কথায়, “জেলা পরিষদ যদি ট্যাক্স বসিয়ে এই সমস্যার সমাধান করতে পারে, তাহলে ভালই হবে।” জুনবেদিয়া সংলগ্ন বদড়া গ্রামের বাসিন্দা সরোজ রায়ের কথায়, “এই রাস্তাটি আমাদের ভরসা। কিন্তু রাস্তাটি খানা-খন্দে ভরে গিয়েছে। রাস্তাটি সে ভাবে দেখভালও করা হয় না। করের টাকায় রাস্তা সংস্কার হলে ভালই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road toll tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE