Advertisement
E-Paper

একই বিষয়ে দু’বার প্রবেশিকা

বিষয় এক। আর সেখানেই ভর্তির জন্য নেওয়া হবে দু’-দু’বার প্রবেশিকা পরীক্ষা! এমএড-এর নতুন শিক্ষাবর্ষের ভর্তি ঘিরে এমন সিদ্ধান্ত নিয়েই বিতর্কের সৃষ্টি করেছে বিশ্বভারতী। ওই ঘটনায় দুর্নীতির গন্ধ পেয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ছাত্রছাত্রীদের একাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০১:৫৯

বিষয় এক। আর সেখানেই ভর্তির জন্য নেওয়া হবে দু’-দু’বার প্রবেশিকা পরীক্ষা!

এমএড-এর নতুন শিক্ষাবর্ষের ভর্তি ঘিরে এমন সিদ্ধান্ত নিয়েই বিতর্কের সৃষ্টি করেছে বিশ্বভারতী। ওই ঘটনায় দুর্নীতির গন্ধ পেয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ছাত্রছাত্রীদের একাংশ। সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবারই বিক্ষোভ দেখিয়ে বিনয় ভবন অফিসে ঘণ্টাখানেক ধরে তালা মেরে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। কেন দু’বার পরীক্ষা, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। গোটা বিষয়টিকে ‘যান্ত্রিক ত্রুটি’ বলে দাবি করেই দায় সেরেছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য।

বিশ্বভারতী সূত্রের খবর, নিয়ম মেনে নতুন শিক্ষাবর্ষে গত ৮ জুলাই এমএড-এ ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে। নির্ধারিত দিনে ফর্ম পূরণও হয়েছে। ৩৯টি আসনের জন্য ৩৭২টি আবেদন জমা পড়ে। গত ১৬ জুলাই নির্ধারিত দিন বিনয় ভবনে প্রবেশিকা পরীক্ষাও নেওয়া হয়েছে। পরীক্ষায় বসেছেন ১৩১ জন পড়ুয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৬ জুলাই ওই প্রবেশিকা তারিখ ফল প্রকাশের কথা। কিন্তু, তারই মাঝে সোমবার কোনও কারণ না দেখিয়েই এমএড-এ আরও এক বার প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্বভারতী। সেখানে বলা হয়েছে, নতুন আবেদনকারীদের পাশাপাশি গতবার বসা ছাত্রছাত্রীরাও মনে করলে আগামি ২৫ জুলাই ফের প্রবেশিকা পরীক্ষায় বসতে পারেন। দ্বিতীয় বারের পরীক্ষার ভিত্তিতেই তাঁদের মূল্যায়ন করা হবে। ২৬ তারিখের পরিবর্তে মেধা তালিকা প্রকাশিত হবে আগামি ৬ অগস্ট। ওই বিজ্ঞপ্তি জারির খবর জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। তৃণমূল ছাত্র পরিষদের বিশ্বভারতী ইউনিট সভাপতি অচিন্ত্য বাগদির বক্তব্য, ‘‘কোন যুক্তিতে একই পরীক্ষা দু’বার নেওয়া হচ্ছে? বিশেষ কিছু ছাত্রছাত্রীকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই এমনটা করা হচ্ছে। নিয়ম ভেঙে সম্পূর্ণ নীতি-বিরুদ্ধ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তের নেপথ্যে বড় কোনও দুর্নীতিও থাকতে পারে বলে আমাদের সন্দেহ।’’

কেন এমনটা হল?

বিশ্বভারতীর কোনও আধিকারিকই প্রকাশ্যে এর ব্যাখ্যা দিতে চাননি। যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট এডুকেশন বিভাগের প্রধান রাজর্ষি রায় কথা বলতে চাননি। তিনি-ই ওই বিজ্ঞপ্তি দিলেও, কেন এমনটা হচ্ছে সে যুক্তি দেননি বিনয় ভবনের অধ্যক্ষা সবুজকলি সেনও। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশেই ফের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হচ্ছে।” কেন দু’বার পরীক্ষা, সদুত্তর নেই অস্থায়ী উপাচার্য স্বপন দত্তের কাছেও। তাঁর দাবি, “সামগ্রিক ভাবে বিশ্বভারতী ও বহু পরীক্ষার্থীর স্বার্থে এবং তাঁদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বেআইনি কোনও কাজ হয়নি। কিছু যান্ত্রিক ত্রুটি ছিল। তা সংশোধন করা হয়েছে মাত্র।’’

আধিকারিকেরা স্পষ্ট করে কিছু না বললেও ওই ঘটনার একটা ব্যাখ্যা মিলেছে বিশ্বভারতীরই অন্য একটি সূত্রের থেকে। ওই সূত্রের বক্তব্য, বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী, সফল আবেদনকারীদের ভর্তির দিন প্রয়োজনীয় মার্কশিট দেখালেই চলে। একমাত্র বিনয় ভবনের ক্ষেত্রে নিয়মটি আলাদা। ওই ভবনের বিভাগগুলিতে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার দিনই মার্কশিট দেখাতে হয় আবেদনকারীকে। প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএড-এর চূড়ান্ত বর্ষের ফল প্রকাশিত না হওয়ায় বিশ্বভারতীর এমএড-এর প্রবেশিকা পরীক্ষায় বসার সুযোগ হারান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিশ্বভারতীর ওই সূত্রের দাবি, তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দিতেই দ্বিতীয় বার প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন উঠেছে, ওই বাড়তি সুবিধা দেওয়া নিয়েই। অন্য বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশিত না হওয়ার দায় বিশ্বভারতীর নয়। নিজেদের ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ মেনেই চলার কথা বিশ্বভারতীর। এক সপ্তাহের ভিতরে একই বিষয়ে দু’বার ভর্তি নেওয়ার এই সিদ্ধান্তটিকে তাই হাস্যকর বলেই দাবি করেছে শিক্ষামহল। কারণ, অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ‘স্বার্থ’ ও ‘ভবিষ্যতে’র কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই ভাবতে পারতেন। সে ক্ষেত্রে আর কিছু দিন অপেক্ষা করে ভর্তির বিজ্ঞপ্তি জারি করাই যেত বলেই পড়ুয়াদের একাংশের মত। প্রথম প্রবেশিকা পরীক্ষায় বসা অনেকেরই প্রশ্ন, ‘‘এখন যদি রাজ্যের বাইরের আর একটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও একই কারণ দেখিয়ে ফের প্রবেশিকা পরীক্ষা নেওয়ার আবেদন জানান, তখন কি তৃতীয় বার পরীক্ষা নেবে বিশ্বভারতী? এমনটা চলতে থাকলে তো ‘ফ্লাড গেট’ খুলে যাবে! কত বার পরীক্ষা নেবেন ওঁরা?’’

জবাব মেলেনি বিশ্বভারতীর।

TMC Visva-Bharati University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy