Advertisement
০৫ মে ২০২৪

ভূমি দফতরের দুই আধিকারিককে সাসপেন্ড

দুই ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য সরকার। একসময় নলহাটি ১ ব্লকে কর্মরত ওই দুই আধিকারিককে বুধবার দুপুরে নবান্ন থেকে আসা সাসপেনশনের চিঠি ধরানো হয়েছে। জয় রায়চৌধুরী নামে প্রথম আধিকারিক বর্তমানে নলহাটি ২ ব্লকের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় ব্যক্তি উজ্জ্বল বিশ্বাস ছিলেন কাটোয়ার একটি ব্লকের দায়িত্বে।

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০০:৩১
Share: Save:

দুই ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য সরকার।

একসময় নলহাটি ১ ব্লকে কর্মরত ওই দুই আধিকারিককে বুধবার দুপুরে নবান্ন থেকে আসা সাসপেনশনের চিঠি ধরানো হয়েছে। জয় রায়চৌধুরী নামে প্রথম আধিকারিক বর্তমানে নলহাটি ২ ব্লকের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় ব্যক্তি উজ্জ্বল বিশ্বাস ছিলেন কাটোয়ার একটি ব্লকের দায়িত্বে। দফতর সূত্রের খবর, নলহাটি ১ ব্লকে কর্মরত অবস্থায় (জয়বাবু ছিলেন বিএলআরও, উজ্জ্বলবাবু রেভিনিউ অফিসার) ২০১৪ সালে জুলাই মাসে ওই দু’জনের বিরুদ্ধে ‘ভূমি সংস্কার আইন বিরোধী’ কাজ করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের নিরিখেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে দফতরের কর্তাদের একাংশ দাবি করেছেন।

তবে, এ ব্যাপারে একাধিক বার যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া মেলেনি জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক নীলকমল বিশ্বাসের। অন্য দিকে, মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (রামপুরহাট) প্রবীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘ঠি কী কারণে ওঁদের সাসপেন্ড করা হয়েছে জানি না। তবে, আমার কাছে অনন্ত জয় রায়চৌধুরীর বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি। চিঠি পেয়ে বুধবারই ওঁকে রিলিজ করে দেওয়া হয়েছে।’’ বহু চেষ্টা করেও জয়বাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে, বেনিয়মের অভিযোগেই যে এই সাসপেনশন, সে কথা স্বীকার করে নিয়েছেন উজ্জ্বলবাবু। তবে তাঁর দাবি, ‘‘অবৈধ কাজ না করেও অন্য কারও ভুল কাজের খেসারত আমাকে দিতে হল। শো-কজ না করেই আমাকে সাসপেন্ড করে দেওয়া হল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE