Advertisement
০৯ মে ২০২৪

পুরুলিয়ায় এল ডেঙ্গি, আক্রান্ত ২

আক্রান্ত জানান, রবিবার বিকেলে হঠাৎ জ্বর আসে। চিকিৎসকের পরামর্শে সোমবার ভর্তি হন নার্সিংহোমে। মঙ্গলবার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। জেলা স্বাস্থ দফতর ওই ব্যক্তির রক্তে ডেঙ্গির জীবাণু মেলার কথা স্বীকারও করে নিয়েছে। জ্বর নিয়ে আক্রান্তের স্ত্রী একই নার্সিংহোমে ভর্তি।

সুরক্ষা: মশা মারতে ধোঁয়ার কামান নিয়ে। নিতুড়িয়া থানার সামনে বুধবার। নিজস্ব চিত্র

সুরক্ষা: মশা মারতে ধোঁয়ার কামান নিয়ে। নিতুড়িয়া থানার সামনে বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও নিতুড়িয়া শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০০:২৬
Share: Save:

একই দিনে জেলার দুই প্রান্ত থেকে দুই ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলল। বুধবার পুরুলিয়া শহরে এক ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছে। দিন সাতেক ধরে পূর্ব বর্ধমানে ইসিএলের হাসপাতালে ভর্তি নিতুড়িয়ার এক কলেজছাত্রী। এ দিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কলকাতার বেসরকারি কেন্দ্রে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। রিপোর্টে ডেঙ্গি হয়েছে বলে উল্লেখ রয়েছে।

জেলায় এসে প্রশাসনিক বৈঠকের আলোচনায় প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, বর্ষার সময়ে মশাবাহিত রোগ প্রতিরোধে কী ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর? স্বাস্থ্য দফতরের কর্তারা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। দাবি করেছিলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে তাঁরা প্রস্তুত। মঙ্গলবার থেকে পুরুলিয়া শহরের সমস্ত ওয়ার্ডে জ্বরের সমীক্ষার কাজ শুরু করেছে পুরসভা। চব্বিশ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গির খোঁজ এল। আক্রান্ত শহরের দেশবন্ধু রোডের এক বাসিন্দা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, তাঁকে শহরেরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।

দেশবন্ধু রোডে শপিং মলের অদূরে ওই ব্যক্তির বাড়ি। আক্রান্ত জানান, রবিবার বিকেলে হঠাৎ জ্বর আসে। চিকিৎসকের পরামর্শে সোমবার ভর্তি হন নার্সিংহোমে। মঙ্গলবার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। জেলা স্বাস্থ দফতর ওই ব্যক্তির রক্তে ডেঙ্গির জীবাণু মেলার কথা স্বীকারও করে নিয়েছে। জ্বর নিয়ে আক্রান্তের স্ত্রী একই নার্সিংহোমে ভর্তি। তবে তাঁর ডেঙ্গি হয়েছে কি না, সেটা জানা যায়নি।

পুরুলিয়ার নিতুড়িয়া ব্লক প্রশাসন সূত্রের খবর, দিন সাতেক আগে জ্বর হয়েছিল ভামুরিয়া পঞ্চায়েতের নিতুড়িয়া গ্রামের এক কলেজছাত্রীর। তাঁর চিকিৎসা চলছে পশ্চিম বর্ধমানের ইসিএলের শাঁকতোড়িয়া হাসপাতালে। যুগ্ম বিডিও (নিতুড়িয়া) গোপালচন্দ্র শীট বলেন, ‘‘মেয়েটির পরিবার দাবি করেছে, রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে। স্বাস্থ্য দফতরকে সঙ্গে নিয়ে মশা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তবে ওই ছাত্রী ডেঙ্গিতে আক্রান্ত কি না সেই বিষয়ে এখনও তাঁদের কাছে নির্দিষ্ট তথ্য নেই বলে দাবি করেছেন পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত। তিনি বলেন, ‘‘নিতুড়িয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিককে ইসিএলের সঙ্গে যোগাযোগ করে রক্ত পরীক্ষার রিপোর্ট জোগাড় করতে বলা হয়েছে।” ইসিএলের শাঁকতোড়িয়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাবিত্রী বাউড়ি নামের ওই রোগীর অ্যালাইজা টেস্টের রিপোর্টে ডেঙ্গি হয়েছে বলে উল্লেখ রয়েছে। হাসপাতালে বন্দোবস্ত না থাকায় রোগীর পরিবারকেই বাইরে থেকে অ্যালাইজা টেস্ট করতে বলেছিল শাঁকতোড়িয়ার হাসপাতালটি। কলকাতার একটি বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে সাবিত্রীর রক্ত পরীক্ষা করানো হয়। রিপোর্ট এনে পরিবার জমা করে হাসপাতালে।

পাঁচ বছর আগে নিতুড়িয়া ব্লকেরই পারবেলিয়ার বাসিন্দা সলিল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে। এ বার সেই নিতুড়িয়া ব্লকেই জেলার মধ্যে প্রথম ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। নিতুড়িয়ার পঞ্চকোট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সাবিত্রীর বাবা শশধর বাউড়ি দুবেশ্বরী কয়লাখনির কর্মী। তিনি জানান, মেয়ের জ্বর হওয়ায় সাত-আট দিন আগে ভর্তি করিয়েছিলেন শাঁকতোড়িয়াতে। শশধর বলেন, ‘‘জ্বর ছাড়ছিল না। তাই সরাসরি ভর্তি করিয়েছিলাম শাঁকতোড়িয়ার হাসপাতালে। কলকাতায় রক্ত পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা করেছি। সেই রিপোর্ট দেখার পরেই চিকিৎসকেরা জানান, ডেঙ্গি হয়েছে।’’ তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় ক্রমশ সুস্থ হয়ে উঠছেন সাবিত্রী।

কলেজছাত্রীর ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন ও স্বাস্থ্য দফতর। যুগ্ম বিডিও গোপালচন্দ্র শীট এ দিন কর্মীদের নিয়ে নিতুড়িয়া গ্রামে গিয়ে মশা মারতে ধোঁয়া ছড়িয়েছেন। ব্লিচিং দেওয়া হয়েছে গ্রামের বাসিন্দাদের। গ্রামের পাশেই থানা। সেখানেও একপ্রস্ত ধোঁয়া দেওয়া হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত জানান, জ্বরে আক্রান্ত হয়ে এক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে শুনেই বিএমওএইচকে গ্রামে পাঠানো হয়। স্বাস্থ্য কর্মীদের নিয়ে গিয়ে তিনি খোঁজ নেন, আরও কেউ জ্বরে আক্রান্ত কি না। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, ওই ছাত্রী ছাড়া নিতুড়িয়ার আরও কারও জ্বরের খবর মেলেনি। স্বাস্থ্যকর্মীরা গ্রামে সচেতনতা প্রচার করছেন।

অন্য দিকে, পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের যে এলাকায় ডেঙ্গির জীবাণু মিলেছে সেখানে আর কারও জ্বর হলেই যাতে রক্ত পরীক্ষা করানো হয় পুরসভাকে সেই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে ওই এলাকায় রক্ত পরীক্ষা শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Mosquito Purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE