Advertisement
২৬ এপ্রিল ২০২৪
পরিকল্পনায় ‘গেমস ভিলেজ’ও

রঞ্জির আশায় মাঠ গড়ছে বিশ্বভারতী

দেশের ক্রীড়া মানচিত্রে ঠাঁই পেতে সক্রিয় হল বিশ্বভারতী। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গড়তে চলেছেন একটি জাতীয় স্তরের ক্রিকেট মাঠ। আর সেই মাঠকে ঘিরেই তৈরি হবে আস্ত একটি ‘গেমস ভিলেজ’।

মাঠ তৈরির কাজ শুরু হয়েছে শান্তিনিকেতনের কুমিরডাঙায়। —নিজস্ব চিত্র

মাঠ তৈরির কাজ শুরু হয়েছে শান্তিনিকেতনের কুমিরডাঙায়। —নিজস্ব চিত্র

মহেন্দ্র জেনা
শান্তিনিকেতন শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০১:০৫
Share: Save:

দেশের ক্রীড়া মানচিত্রে ঠাঁই পেতে সক্রিয় হল বিশ্বভারতী। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গড়তে চলেছেন একটি জাতীয় স্তরের ক্রিকেট মাঠ। আর সেই মাঠকে ঘিরেই তৈরি হবে আস্ত একটি ‘গেমস ভিলেজ’। যেখানে ছাত্রছাত্রীদের হকি, তিরন্দাজির পাশাপাশি ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ড’ বিভাগের বিভিন্ন রকমের ক্রীড়ায় উৎসাহ দিতে তৈরি হবে উপযুক্ত পরিকাঠামো।

বিশ্বভারতীর স্পোর্টস, এনএসএস ও এনসিসি অধিকর্তা মণিমুকুট মিত্র বলেন, “বিশ্বভারতী স্পোর্টস বোর্ডের উদ্যোগে শান্তিনিকেতনে বিনয়ভবন লাগোয়া কুমিরডাঙার মাঠে সিএবি-র পরামর্শ মেনে ইতিমধ্যেই একটি ক্রিকেট মাঠ তৈরির কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষের আগেই শুধু বিশ্বভারতী ও দেশের অন্য পড়ুয়াদের জন্যই নয়, জাতীয় স্তরের খেলোয়াড়দের জন্যও ওই মাঠ খুলে দেওয়া হবে।’’ অদূর ভবিষ্যতে ওই মাঠে রঞ্জি ট্রফির মতো প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার খেলা পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। মণিমুকুট আরও জানান, মূলত ক্রিকেট মাঠটিকে পাখির চোখ করে বিশ্বভারতীর ক্রীড়া-ঐতিহ্যে নতুন রূপটান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই সামগ্রিক পরিকল্পনার একটি বড় অঙ্গ হিসেবে শীঘ্রই কুমিরডাঙায় ওই মাঠকে কেন্দ্র করে গড়ে উঠবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘গেমস ভিলেজ’।

ঘটনা হল, বিশ্বভারতীর পড়ুয়াদের খেলাধুলোর সার্বিক উন্নয়নে ‘স্পোর্টস বোর্ড’ বছর খানেক আগেই নানা পরিকল্পনা নিয়েছিল। শুধু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদেরই নয়, আশপাশের পড়ুয়াদের জন্যও জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজকনের লক্ষ্যে তৈরি হয় নানা রূপরেখা। মণিমুকুট এবং স্পোর্টস বোর্ডের সম্পাদক তথা বিশ্বভারতী শারীর শিক্ষা বিভাগের উপ-অধিকর্তা সুদর্শন বিশ্বাস ইউজিসি-র কাছে খেলাধুলো বিষয়ক একটি বহুমুখী প্রকল্পও জমা দেন। ইউজিসি-র সঙ্গে একটি বৈঠকে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বভারতীর জন্য ওই প্রকল্পের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কর্মকর্তারা। তার পরেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রায় দেড় কোটি টাকার একটি ক্রীড়া প্রকল্প অনুমোদন করে ইউজিসি।

সুদর্শন জানাচ্ছেন, ক্রিকেটের বিভিন্ন বিভাগে পড়ুয়াদের দক্ষতা বাড়াতে ইতিমধ্যেই ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্র গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিএবি ও বিশ্বভারতীর স্পোর্টস বোর্ডের উদ্যোগে এবং শারীরশিক্ষা বিভাগের সহায়তায় দিন কয়েক আগেই এ নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেটে ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং বিভাগে দক্ষতা বাড়ানোর জন্য দিন কয়েক আগে একটি কর্মশালাও হয়েছে। সেখানে পড়ুয়াদের হাতেকলমে নানা জিনিস শেখায় সিএবি-র পক্ষে প্রাক্তন ক্রিকেটার সত্রাজিৎ লাহিড়ীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। পরে মাঠের জন্য চিহ্নিত কুমিরডাঙার মাঠ ও আশপাশের এলাকা ঘুরে দেখেন সত্রাজিত এবং বিসিসিআই-এর আম্পায়ার সমীরণ নাগ, ফিজিক্যাল ট্রেনার-সহ তিন সদস্যের ওই সিএবি-র প্রতিনিধি দল। সুদর্শনবাবুর কথায়, ‘‘কুমিরডাঙা এলাকায় ইতিমধ্যেই আগেই একটি জাতীয় মানের সুইমিং পুল গড়া হয়েছে। এ বার ক্রিকেট মাঠ গড়ার পাশাপাশি তাকে ঘিরে একটি ট্র্যাক এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে হকি, তিরন্দাজি, মাল্টি জিম প্রভৃতি তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।’’

এই পরিকল্পনা উঠতি ক্রিকেটার ও ক্রীড়াবিদদের আরও উৎসাহ দেবে বলেই মনে করছেন বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগের প্রধান সমীরণ মণ্ডল। একই ভাবে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকেরাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাপান মণ্ডল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সৈকত চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীনারায়ণ কৈবর্ত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূষণ অধিকারী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শেখ সাবিরুদ্দিন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুমাল্য রায়, প্রত্যেকেই বলছেন, ‘‘জেলায় ক্রিকেট খেলার ভাল মানের মাঠ কোথাও নেই। বিশ্বভারতীতে এ রকম মাঠ গড়ে উঠলে অনেকেরই সুবিধা হবে। ‘গেমস ভিলেজ’ থেকেও আমাদের পড়ুয়ারা উপকৃত হবেন।’’ একই মত , বিশ্বভারতীর পড়ুয়াদের ক্রিকেট কোচ বিশ্বজিৎ গড়াইয়েরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket ground University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE