Advertisement
E-Paper

কল বিকল, ক্ষোভে অবরোধ পুরুলিয়ায়

এলাকার পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে রয়েছে কমবেশি সপ্তাহ দুয়েক। পুরসভায় একাধিকবার বলেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। এ বার অবিলম্বে ওই কল মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে প্রায় ঘন্টা দেড়েক শহরের শেষ প্রান্তে পুরুলিয়া-জামশেদপুর (৩২ নম্বর) জাতীয় সড়কের উপর দুলমি মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ০১:৩১
দুলমি মোড়ে চলছে অবরোধ। —নিজস্ব চিত্র।

দুলমি মোড়ে চলছে অবরোধ। —নিজস্ব চিত্র।

এলাকার পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে রয়েছে কমবেশি সপ্তাহ দুয়েক। পুরসভায় একাধিকবার বলেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। এ বার অবিলম্বে ওই কল মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে প্রায় ঘন্টা দেড়েক শহরের শেষ প্রান্তে পুরুলিয়া-জামশেদপুর (৩২ নম্বর) জাতীয় সড়কের উপর দুলমি মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার মাহাতোপাড়া এলাকার একটি পানীয় জলের কল কমবেশি হপ্তা দুয়েক বিকল হয়ে পড়ে রয়েছে। শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপিএমের সৌরীন চট্টরাজ বলেন, “এই এলাকার মাহাতোপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দারা যে কলটি থেকে জল সংগ্রহ করতেন তা প্রায় সপ্তাহ দুয়েক বিকল হয়ে রয়েছে। পাম্পের মাধ্যমে এই কলে জল ওঠে। কিন্তু সেই পাম্প বিকল হয়ে পড়ায় জলের অভাব দেখা দিয়েছে।” তিনি জানান, এই কলটি উপর এলাকার ৫০০-র বেশি মানুষ নির্ভরশীল। পানীয় জল ছাড়াও দৈনন্দিন নানা কাজে বাসিন্দারা এখান থেকে জল সংগ্রহ করেন। তাঁর অভিযোগ, এলাকার বাসিন্দাদের সঙ্গে তিনি নিজেও পুরসভায় এই বিভাগ যিনি দেখভাল করেন তাঁকে সমস্যাটি জানিয়েছেন। কিন্তু পাম্প সারানো হয়নি।

বাসিন্দারা তাই এ দিন রাস্তায় বেঞ্চ ফেলে অবরোধ করেন। এর ফলে দু’পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। কয়েকজনকে দেখা যায়, লাঠি হাতে গাড়ি আটকাচ্ছেন। এমনকী সাইকেল নিয়ে রাস্তা পার হতে গেলেও লাঠি নিয়ে আটকানো হয়। এলাকার বাসিন্দা মানিক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি নিজে পুরসভায় গিয়ে জল সরবরাহের দায়িত্বে থাকা আধিকারিককে যতদিন না ওই পাম্প সারানো হয়, ততদিন ট্যাঙ্কারে জল পাঠানোর অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু একদিন ট্যাঙ্কার পাঠানো হয়েছিল। তারপর আর জল পাঠানো হয়নি। এ দিকে আমরা সবাই নিদারুণ জলকষ্টের মধ্যে রয়েছি।” পুরসভার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পার্থসারথি সেনগুপ্তর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় বলেন, “ওখানে কী সমস্যা হচ্ছে আমি দেখছি।”

পথসভা। সারদা-কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার বেলিয়াতোড়ে একটি পথসভা করল সিপিএম। দলের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী বলেন, “সারদা-কাণ্ডে সিবিআই মুকুল রায়কে একবার ডাকার পরে আর কেন জেরা করল না তা রহস্যজনক। রোজভ্যালিতে জড়িত তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

drinking water road blocade purulia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy