Advertisement
১৭ মে ২০২৪

খানাখন্দে ভরা রাস্তা, ক্ষোভ

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে বিষ্ণুপুর থেকে তালড্যাংরা যাওয়ার রাস্তা। ফলে ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল। সবচেয়ে খারাপ অবস্থা কাঁটাবাড়ি, দ্বাদশবাড়ি, ছাগুলিয়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বার বার প্রশাসনের কাছে মেরামতির দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।

বিষ্ণুপুর-তালড্যাংরা এই রাস্তার উপরে নির্ভরশীল বহু বাসিন্দা। —নিজস্ব চিত্র।

বিষ্ণুপুর-তালড্যাংরা এই রাস্তার উপরে নির্ভরশীল বহু বাসিন্দা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৪ ০২:০৫
Share: Save:

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে বিষ্ণুপুর থেকে তালড্যাংরা যাওয়ার রাস্তা। ফলে ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল। সবচেয়ে খারাপ অবস্থা কাঁটাবাড়ি, দ্বাদশবাড়ি, ছাগুলিয়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বার বার প্রশাসনের কাছে মেরামতির দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।

এই রাস্তা দিয়ে প্রতিদিনি বিষ্ণুপুর ও তালড্যাংরার মধ্যে বহু মানুষ যাতায়াত করেন। ওই রাস্তায় যাত্রী নিয়ে বাস ও ভাড়াগাড়িও চলাচল করে। আবার অনেক সময় কম দূরত্বের কারণে বাঁকুড়া না হয়ে বিষ্ণুপুর হয়েও মুকুটমণিপুরে পর্যটকরা এই রাস্তা ধরে যান। এই রাস্তার ধরেই যাওয়া যায় তালড্যাংরার চেঁচুড়িয়া প্রকৃতি উদ্যানে। বিষ্ণুপুরে রাত্রিবাস করে নিজের গাড়িতে মুকুটমণিপুরের দিকে যাচ্ছিলেন কলকাতা থেকে আসা এক পর্যটক দম্পতি। কিছুটা গিয়েই রাস্তায় গর্ত দেখে তাঁরা আঁতকে ওঠেন। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, “চাকা খুলে যাবে না তো? কী করে গন্তব্যে পৌঁছব বুঝতে পারছি না।’’

বিষ্ণুপুর থেকে বাসে দুই ছেলেমেয়েকে নিয়ে তালড্যাংরায় বাসে যাচ্ছিলেন কুমকুম দাস। তিনি বলেন, “রাস্তায় গর্তে পড়েই বাস লাফাচ্ছে। গাড়িতে বসতে পেরেও স্বস্তি নেই। গাড়ির ঝাঁকুনিতে কোমর ভেঙে যাওয়ার জোগাড়।” মোটরবাইকে তালড্যাংরার দিক থেকে বিষ্ণুপুরে আসছিলেন কাজল দাস। তাঁর ক্ষোভ, “রাস্তা তো নয়, বর্ষায় খানাখন্দে মাছচাষও করা যাবে।”

বাঁকুড়ার পূর্ত দফতরের (সড়ক) এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌগত সরকার অবশ্য দাবি করেছেন, “ওই রাস্তায় মেরামতির কাজ তালড্যাংরার দিক থেকে শুরু হয়েছে। বিষ্ণুপুর পর্যন্ত পুরো রাস্তা সংস্কার করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bishunpur-taldangra road potholes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE