Advertisement
২৭ এপ্রিল ২০২৪

খন্দে ভরা রাস্তায় বাস বসে যাচ্ছে, দুর্ভোগ হিড়বাঁধে

খানাখন্দে ভরা এবড়ো খেবড়ো রাস্তা। তবে, মোরামের নয়, পিচের পাকা রাস্তারই এই হাল। রাস্তা জুড়ে অসংখ্য ছোটবড় গর্তে পথ চলা দায়। বর্ষায় সেই গর্তে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়েছে। জমা জল ডিঙিয়ে রাস্তা পারাপার করা গেলেও গাড়ি চলাচল রীতিমতো কষ্টকর।

বাউরিডিহা-সিমলাবাঁধ রাস্তার এই হাল।—নিজস্ব চিত্র।

বাউরিডিহা-সিমলাবাঁধ রাস্তার এই হাল।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হিড়বাঁধ শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০০:৩৮
Share: Save:

খানাখন্দে ভরা এবড়ো খেবড়ো রাস্তা। তবে, মোরামের নয়, পিচের পাকা রাস্তারই এই হাল। রাস্তা জুড়ে অসংখ্য ছোটবড় গর্তে পথ চলা দায়। বর্ষায় সেই গর্তে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়েছে। জমা জল ডিঙিয়ে রাস্তা পারাপার করা গেলেও গাড়ি চলাচল রীতিমতো কষ্টকর। বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের বাউরিডিহা থেকে মশিয়াড়া হয়ে সিমলাবাঁধ পর্যন্ত রাস্তার এমনই বেহাল দশায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ওই রাস্তা মেরামতির দাবিতে মাস খানেক আগে হিড়বাঁধ ব্লক অফিসে স্মারকলিপি দিয়েছেন তাঁরা, তারপরেও অবশ্য রাস্তার হাল ফেরেনি।

হিড়বাঁধের বাউরিডিহা থেকে গোয়ালাপাড়া, ভুচুডুংরি, চাকাডোবা, সীতারামপুর, মশিয়াড়া, হাসাডাঙা হয়ে সিমলাবাঁধ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার অবস্থা অনেক দিন ধরেই খারাপ। বহু জায়গায় পিচ, বোল্ডার উঠে গিয়ে মোরাম বেরিয়ে পড়েছে। আর একটু বৃষ্টি হলেই সব গর্ত জলে টইটইম্বুর। সরু রাস্তায় যান চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাড়িচালকদের কাছেও। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। রাস্তা খারাপের জন্য খাতড়া থেকে সিমলাবাঁধ রুটে বাস চলাচল অনিয়মিত হয়ে পড়েছে বলেও তাঁরা জানিয়েছেন। স্থানীয় সূত্রের খবর, প্রায় পাঁচ বছর ধরে ওই রাস্তা একটু একটু করে ভাঙছে। কিন্তু প্রশাসন রাস্তা মেরামতির ব্যাপারে উদাসীন।

হিড়বাঁধ ব্লকের দিগতোড়, বামনি, মশিয়াড়া, সীতারামপুর, সিমলাবাঁধ-সহ আশপাশের প্রায় ২০-২৫টি গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সীতারামপুর গ্রামের বাসিন্দা গোপাল গোস্বামী, মশিয়াড়ার বাসিন্দা সমীর রায়, বিবেকানন্দ রায়, স্বপন বন্দ্যোপাধ্যায়রা বলেন, “সিমলাবাঁধ থেকে এই রাস্তায় আগে খাতড়া, বাঁকুড়া যাওয়ার দু’টি বাস চলত। কয়েকটি নতুন রুটের বাস চলার কথাও ছিল। কিন্তু, রাস্তার এই বেহাল দশা দেখে বাস মালিকেরা আর এই রাস্তায় নতুন করে বাস চালাতে রাজি নন। বাস চলাচল বন্ধ হতে বসেছে। এখন সারাদিনে মাত্র একটি বাস চলছে। তবু রাস্তা সংস্কারে হুঁশ নেই প্রশাসনের।”

মশিয়াড়া গ্রামের বাসিন্দা, শালডিহা কলেজের ছাত্রী অদিতি চট্টোপাধ্যায়, বিক্রমডি গ্রামের কলেজ ছাত্রী জয়ন্তী সর্দারদের ক্ষোভ, “বাস চলাচল অনিয়মিত হয়ে পড়ায় কলেজ ও পড়তে যেতে ভীষণ অসুবিধা হচ্ছে। পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চরম সমস্যার মধ্যে আমাদের যাতায়াত করতে হচ্ছে।” বাস চালকদের ক্ষোভ, রাস্তা খারাপের জন্য প্রায় দিনই গাড়ির যন্ত্রাংশ ভাঙছে। সেজন্য ওই রাস্তায় কেউই বাস চালাতে ইচ্ছুক নয়। হিড়বাঁধের বিডিও শঙ্খশুভ্র দে বলেন, “ওই রাস্তার কিছুটা অংশের পিচ, বোল্ডার উঠে গিয়েছে। রাস্তা মেরামতির প্রয়োজন। রাস্তাটি জেলা পরিষদের। ওই রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে।” বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী জানিয়েছেন, জেলায় বেশ কিছু রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ওই রাস্তাটিও শীঘ্রই সংস্কার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE