Advertisement
০৩ মে ২০২৪

বোলপুর আদালতে ফের কর্মবিরতি

এলাকায় প্রচণ্ড দাবদাহের কারণে ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত বোলপুর ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশানের ডাকে চলা আদালতে কর্মবিরতিকে ফের সমর্থন জানাল বোলপুরের বার অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার থেকে ৭ জুন পর্যন্ত ফের বোলপুর আদালতে চলবে কর্মবিরতি। তবে ক্রমাগত এই কর্মবিরতির জেরে আদালতে পাহাড় প্রমাণ জমে থাকা মামলার বোঝা আরও বাড়ায় ক্ষোভ জমছে বিচার প্রার্থীদের। সোমবার বোলপুর বার অ্যাসোসিয়েশনের একটি সাধারণ বৈঠকে ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশনের ডাকা এই কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৩ জুন ২০১৪ ০২:০২
Share: Save:

এলাকায় প্রচণ্ড দাবদাহের কারণে ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত বোলপুর ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশানের ডাকে চলা আদালতে কর্মবিরতিকে ফের সমর্থন জানাল বোলপুরের বার অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার থেকে ৭ জুন পর্যন্ত ফের বোলপুর আদালতে চলবে কর্মবিরতি। তবে ক্রমাগত এই কর্মবিরতির জেরে আদালতে পাহাড় প্রমাণ জমে থাকা মামলার বোঝা আরও বাড়ায় ক্ষোভ জমছে বিচার প্রার্থীদের। সোমবার বোলপুর বার অ্যাসোসিয়েশনের একটি সাধারণ বৈঠকে ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশনের ডাকা এই কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। বোলপুর এলাকায় প্রচণ্ড দাবদাহের কারণে বিচার প্রার্থীদের পাশাপাশি আদালতে কর্মরতদের এবং হাজতে থাকা অভিযুক্তদের জন্য বেশ কিছু দাবি পুরণের আর্জিতে গত ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত আদালতে কর্মবিরতির ডাক দেয় বোলপুর ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশন। ২৭ মে বোলপুর বার অ্যাসোসিয়েশনের একটি সাধারণ বৈঠকে ওই কর্মবিরতির দাবিকে ২ মে পর্যন্ত সমর্থন জানায় তারা। বোলপুর ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষে সদস্য জয়দেব কোনার বলেন, “আদালতে বহু দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের স্বার্থে আদালত চত্বরে পানীয় জলের ব্যবস্থা করা, আদালত চত্বরে সেড়ের ব্যবস্থা করা এবং অভিযুক্তদের জন্য আদালতের হাজতে পাখার ব্যবস্থার আর্জিতে আমাদের সংগঠন আদালতে কর্মবিরতির ডাক দিয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত চলবে এই কর্মবিরতি।” সোমবার বোলপুর বার অ্যাসোসিয়েশেনর সভাপতি তপনকুমার দে এবং সম্পাদক শ্যামসুন্দর কোনার বলেন, “আমাদের সংগঠনের সাধারণ সভার বৈঠকে ওই কর্মবিরতিকে সমর্থন জানানো হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত ওই কর্মবিরতি চলবে।” কিন্তু আদালতে মামলার পাহাড় জমছে। তার ওপর আবার কর্মবিরতি? এই প্রশ্নের উত্তরে দুই সংগঠনের পক্ষে তপনবাবু এবং জয়দেববাবু বলেন, “বিষয়টি অস্বীকার করছি না। কিন্তু এই কর্মবিরতি তো বিচার প্রার্থীদের এবং অভিযুক্তদের স্বার্থে করা হয়েছে। তাঁদের সুবিধার জন্য এই দাবি অবিলম্বে কর্তৃপক্ষ পূরণ করুক।”

দুর্ঘটনায় মৃত্যু। বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানায় মৃতের নাম নুরুল ইসলাম (৬২)। বাড়ি মাড়গ্রাম থানার বাহিরঘড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সাইকেল চালিয়ে ওই বৃদ্ধ রামপুরহাটের দিকে আসছিলেন। রামপুরহাট-বিষ্ণুপুর রাস্তার উপর মাড়গ্রামের ভিতর খানকাশরিফ নামে জায়গায় বিষ্ণুপুরগামী একটি বাস তাঁকে ধাক্কা মারে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE