Advertisement
০৯ মে ২০২৪

বকেয়া মজুরি চেয়ে পঞ্চায়েতে তালা

প্রায় ৬ মাস আগে ১০০ দিন প্রকল্পে কাজ করেছেন এলাকার শ্রমিকেরা। কিন্তু এখনও তাঁরা মজুরি পাননি। মজুরি কবে মিলবে সেই ব্যাপারে পঞ্চায়েত অফিস থেকেও কোন স্পষ্ট আশ্বাস মেলেনি। এমনই অভিযোগ তুলে এ বার পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা।

বন্ধ পঞ্চায়েত অফিস। —নিজস্ব চিত্র

বন্ধ পঞ্চায়েত অফিস। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রানিবাঁধ শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৪ ০০:২২
Share: Save:

প্রায় ৬ মাস আগে ১০০ দিন প্রকল্পে কাজ করেছেন এলাকার শ্রমিকেরা। কিন্তু এখনও তাঁরা মজুরি পাননি। মজুরি কবে মিলবে সেই ব্যাপারে পঞ্চায়েত অফিস থেকেও কোন স্পষ্ট আশ্বাস মেলেনি। এমনই অভিযোগ তুলে এ বার পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা।

শুক্রবার রানিবাঁধ ব্লকের তৃণমূল পরিচালিত রুদড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এর জেরে এ দিন প্রধান-সহ কর্মীরা কেউ ভিতরে ঢুকতে পারেননি। ১০০ দিন প্রকল্পে বকেয়া মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হচ্ছে বলে বিডিও-র কাছে পাল্টা অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতর প্রধান শিখারানি মণ্ডল।

স্থানীয় সূত্রের খবর, গত জুন মাসে রানিবাঁধের রুদড়া পঞ্চায়েতের কমো গ্রাম সংসদে ১০০ দিন প্রকল্পে রাস্তা সংস্কার, স্থানীয় প্রাথমিক স্কুলের মাঠ সমতলীকরণের কাজ হয়েছিল। এলাকার জবকার্ডধারী শ’খানেক শ্রমিক ওই কাজ করেন। তাঁদের অভিযোগ, সেই কাজের মজুরি আজ পর্যন্ত তাঁরা পাননি। বকেয়া মজুরির দাবিতে একাধিকবার পঞ্চায়েত অফিসে গিয়েছেন তাঁরা। প্রধানকেও জানিয়েছেন। কিন্তু মজুরি আর মেলেনি। কাজ করেও মজুরি না মেলায় ওই পঞ্চায়েতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। শেষে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন।

ওই প্রকল্পে কাজ করা শ্রমিক নির্মল মাঝি, লালমোহন মাঝি, মিত্তন মাঝিদের ক্ষোভ, “কতদিন আগে ওই কাজ করেছি। কিন্তু এখনও ওই কাজের একটা টাকাও মজুরি বাবদ পাইনি। সরকারি প্রকল্পে কাজ করে এই ভাবে মজুরি না পেলে আমাদের মতো গরীব শ্রমিকদের চলবে কী করে?” দিনমজুর অনিল মাঝি, ফটিক মাঝি, সতীশ মাঝিদের দাবি, কবে ওই প্রকল্পের মজুরি তাঁরা পাবেন, সে ব্যাপারে প্রধানের কাছে তাঁরা বারবার জানতে চেয়েছেন। প্রধান বারবার শীঘ্রই মজুরি মিলবে বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজ হয়নি। তাই তাঁরা বিডিও-কে পঞ্চায়েত অফিসে এসে বিষয়টি নিয়ে ফয়সালা করতে ডেকেছিলেন। কিন্তু বিডিও না আসায় তাঁরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন।

স্থানীয় সূত্রের খবর, ১০০ দিন প্রকল্পে বকেয়া মজুরি নিয়ে অসন্তোষের জেরে বৃহস্পতিবার বিকেলে ওই পঞ্চায়েতের প্রধান শিখারানি মণ্ডল-সহ কর্মীদের আটকে রাখা হয়। খবর পেয়ে রানিবাঁধ থানার পুলিশ সেখানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার পর প্রধান সহ কর্মীদের ছাড়া হয়। পরের দিনই শ্রমিকরা তালা ঝুলিয়ে দিলেন। অফিসে গিয়েও পঞ্চায়েত কর্মীদের তাই বাইরেই সারাদিন কাটাতে হল। প্রধান শিখারানি মণ্ডল বলেন, “ওই প্রকল্পের টাকা এখনও আসেনি। তাই শ্রমিকরা মজুরি পাননি। বিডিও-সহ সংশ্লিষ্ট সকলেই বিষয়টি জানেন। তা সত্ত্বেও কিছু শ্রমিক প্রায়দিনই পঞ্চায়েত অফিসে এসে হুজ্জুতি করছেন। আমাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। এতে পঞ্চায়েতের দৈনন্দিন সব কাজই পণ্ড হয়ে যাচ্ছে।”

রানিবাঁধের বিডিও সুমন্ত দেবনাথ বলেন, “বকেয়া মজুরি নিয়ে অসন্তোষের জেরেই ওই পঞ্চায়েতে শ্রমিকেরা গণ্ডগোল করছেন বলে শুনেছি। শ্রমিকদের একাংশ জবরদস্তি করে এটা করেছেন। ওই প্রকল্পে টাকা এলেই শ্রমিকদের মজুরি মিটিয়ে দেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ranibandh wages
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE