Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মেধাবীদের জয়েন্টে ঠাঁই দিতে ‘লক্ষ্যভেদ’

রাজ্যের প্রত্যন্ত জেলা পুরুলিয়ার ছেলেমেয়েদেরও এ বার জয়েন্টের প্রবেশিকা পরীক্ষায় ‘লক্ষ্যভেদ’ করতে প্রশিক্ষণ দেওয়ার কাজে নামছে লিভার ফাউন্ডেশন। ওই স্বেচ্ছাসেবী সংস্থা বীরভূম ও মুর্শিদাবাদে আগেই কাজ শুরু করেছে। এ বার এই সংস্থার তালিকায় সংযোজিত হচ্ছে পিছিয়ে পড়া পুরুলিয়ার নাম।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৪ ০১:৫৭
Share: Save:

রাজ্যের প্রত্যন্ত জেলা পুরুলিয়ার ছেলেমেয়েদেরও এ বার জয়েন্টের প্রবেশিকা পরীক্ষায় ‘লক্ষ্যভেদ’ করতে প্রশিক্ষণ দেওয়ার কাজে নামছে লিভার ফাউন্ডেশন। ওই স্বেচ্ছাসেবী সংস্থা বীরভূম ও মুর্শিদাবাদে আগেই কাজ শুরু করেছে। এ বার এই সংস্থার তালিকায় সংযোজিত হচ্ছে পিছিয়ে পড়া পুরুলিয়ার নাম।

আগামী ২০১৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকে পাখির চোখ করে জেলার মেধাবী ছাত্রছাত্রীদের নিখরচায় প্রশিক্ষণের কাজ শুরু করছে এই সংস্থা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘লক্ষ্যভেদ’। সংস্থার তরফে মনোজ কুমার রায় বলেন, “পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের কাছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য সে রকম সুযোগ নেই। মূলত তাঁদের কথা চিন্তা করেই আমরা উদ্যোগী হয়েছি।”

মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৭৫ শতাংশ নম্বর নিয়ে যারা পাশ করেছে, তারাই এই প্রশিক্ষণের জন্য আবেদন করার যোগ্য বলে মনোজবাবু জানিয়েছেন। তাঁদের দাবি, ইতিমধ্যে এই জেলার বিভিন্ন এলাকা থেকে ৩০০-র বেশি ছাত্রছাত্রী আবেদন করেছে। তাদের আগে একটি পরীক্ষা নেওয়া হবে। আগামী ১০ অগস্ট সেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের মেধাতালিকার ভিত্তিতে প্রথম ৫০ জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে। পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, “আগামী দিনে পুরুলিয়ায় ও রঘুনাথপুরে দু’টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়ে উঠছে। পুরুলিয়ায় মেডিক্যাল কলেজও গড়ে উঠবে। এই সংস্থার হাত ধরে জয়েন্ট এন্ট্রাসের মেডিক্যালে উত্তীর্ণরা হয়তো জেলার মেডিক্যাল কলেজেই পড়তে পারবে।” সংস্থা সূত্রে জানানো হয়েছে, চলতি বছরে বীরভূমে ৪০ জনের মধ্যে ২৯ জন এবং মুর্শিদাবাদে ৪৮ জনের মধ্যে ২১ জন মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছেন। পুরুলিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক বারিদবরণ মিশ্র যিনি এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত, তিনি বলেন, “জেলা স্কুলেই আপাতত সপ্তাহে রবিবার দিন এই প্রশিক্ষণ চলবে। তবে অন্য কোন সংস্থায় পাঠরত ছাত্রছাত্রীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

joint entrance talented student purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE