Advertisement
০৩ মে ২০২৪

সিন্ডিকেট চালান সভাপতিই, ক্ষোভ তৃণমূলে

সিন্ডিকেট ব্যবসাকে ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর লড়াইয়ে শনিবার উত্তাল হয়েছে রাজারহাট। এ বার বাঁকুড়ায় শাসকদলের ব্লক সভাপতির বিরুদ্ধে নিজের ঘনিষ্ঠ কিছু ঠিকাদারকে নিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ তুললেন এলাকারই তৃণমূল নেতা-কর্মীদের একাংশ।

রাজদীপ বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া শেষ আপডেট: ০৯ জুন ২০১৪ ০২:৫৮
Share: Save:

সিন্ডিকেট ব্যবসাকে ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর লড়াইয়ে শনিবার উত্তাল হয়েছে রাজারহাট। এ বার বাঁকুড়ায় শাসকদলের ব্লক সভাপতির বিরুদ্ধে নিজের ঘনিষ্ঠ কিছু ঠিকাদারকে নিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ তুললেন এলাকারই তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। তাঁরা রবিবার বাঁকুড়া শহরে এসে জেলা নেতাদের কাছে এ নিয়ে বিক্ষোভও দেখান।

অভিযোগের তির গঙ্গাজলঘাটি ব্লকের তৃণমূল সভাপতি প্রদীপ চক্রবর্তীর দিকে। দলের স্থানীয় নেতা নিমাই মাজির নেতৃত্বে এ দিন শতাধিক তৃণমূল কর্মী প্রদীপবাবুর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে উপস্থিত হন জেলা তৃণমূলের আহ্বায়ক অরূপ খাঁয়ের কাছে। কর্মীদের ক্ষোভ সামলাতে কার্যত হিমশিম খেতে হয় অরূপবাবুকে। শেষ পর্যন্ত বিক্ষুব্ধদের অফিসে ডেকে আলোচনায় বসেন তিনি। সেখানে প্রদীপবাবুর বিরুদ্ধে এলাকায় সিন্ডিকেট চালানো থেকে ঠিকাদারদের কাছে তোলা আদায়-সহ বিভিন্ন অভিযোগ তুলে সরব হন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। প্রশ্ন তোলা হয় ব্লক সভাপতির সম্পত্তির বাড়বাড়ন্ত নিয়েও। প্রদীপবাবুকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে বৈঠকে। পরে বিক্ষুব্ধ কর্মীরা দলের জেলা চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও একই দাবি করেন।

প্রদীপবাবু প্রায় সাত বছর তিনি গঙ্গাজলঘাটি ব্লকের দলীয় সভাপতি পদে রয়েছেন। তাঁর অন্য পেশা নেই। স্ত্রী গঙ্গাজলঘাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের নার্স। একমাত্র ছেলে বাইরে কর্মরত। এ দিনের বৈঠকে গঙ্গাজলঘাটি ব্লকের এক বর্ষীয়ান তৃণমূল নেতা অরূপ খাঁ-কে বলেন, এক দশক আগে প্রদীপবাবুর একটি পুরনো মোটরবাইক ছাড়া কিছুই ছিল না। এখন বিরাট বাড়ি। আর এক তৃণমূল নেতার অভিযোগ, “এলাকায় ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট চালাচ্ছেন প্রদীপবাবু। পছন্দের লোকেদের নিয়ে দল চালান তিনি। আমাদের মতো পুরনো কর্মীরা এখন ‘আউট’ হয়ে গিয়েছি।”

বৈঠকে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন নিমাইবাবু। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে টেন্ডার না ডেকেই নিজের সিন্ডিকেটের ঠিকাদারদের অবৈধ ভাবে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি ঠিকাদারদের কাছ থেকে বরাদ্দ টাকার ‘৫০% কাটমানি’ হিসেবে নেওয়ার অভিযোগও প্রদীপবাবুর বিরুদ্ধে তুলেছেন নিমাইবাবু। ডিভিসি-র তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুর থেকে অবৈধ ভাবে ছাইয়ের ফেনা সংগ্রহের কাজে জড়িত মাফিয়া চক্রকে প্রদীপবাবু লোকসভা ভোটে কাজে লাগান বলেও তোপ দাগেন নিমাইবাবু। বলেন, “ভোটের আগে আমাদের মতো দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা না করলেও ছাই-মাফিয়াদের নিজের অফিসে ডেকে একাধিক বার আলোচনায় বসেছেন প্রদীপবাবু।” দল চাইলে নিজের অভিযোগের পক্ষে প্রমাণ দিতে পারবেন, এমন দাবিও করেছেন নিমাইবাবু।

এর পরেই বিক্ষুব্ধেরা সোচ্চারে ব্লক সভাপতিকে পদ থেকে সরানোর দাবি তোলেন। তাঁদের থামিয়ে অরূপবাবু বলেন, “এখানে ব্লক সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক কাজ না করার অভিযোগ জানাতে এসেছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবেন না। নিজেদের দাবি লিখিত ভাবে দিন।” অরূপবাবুর অফিস থেকে বেরিয়ে নিমাইবাবু লোকজন নিয়ে বিষ্ণুপুরে মন্ত্রী শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও একই অভিযোগ জানান। বারবার ফোন করা হলেও ধরেননি অরূপবাবু। শ্যামাপ্রসাদবাবু বলেছেন, “ওঁরা ব্লক সভাপতিকে সরানোর দাবি তুলেছেন। কিন্তু, প্রদীপবাবুর বিরুদ্ধে নির্দিষ্ট করে সিন্ডিকেটের অভিযোগ আমার কাছে হয়নি। ওঁদের দাবি খতিয়ে দেখা হচ্ছে।”

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ‘সাজানো ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ব্লক সভাপতি প্রদীপ চক্রবর্তী। তাঁর দাবি, “আমার স্ত্রী সরকারি কর্মী। তাঁর নামে ঋণ নিয়ে নিজের পৈতৃক ভিটেতে বাড়ি করেছি। আমি নিজে দলের কাজে সব সময় ব্যস্ত। তাই আলাদা করে কিছু করার সময় পাই না। আমার সব সম্পত্তিই আসলে আমার স্ত্রীর।” প্রদীপবাবুর পাল্টা অভিযোগ, “যাঁরা আমার বিরুদ্ধে এই সব কথা বলছেন, তাঁরা তৃণমূলে থাকলেও লোকসভায় বিজেপিকেই ভোট দিয়েছেন। আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে আদপে দলেরই মুখ পোড়াচ্ছেন ওঁরা!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

syndicate rajdeep bandyopadhyay pradip chakrabarty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE